আসসালামু আলাইকুম, প্রায় অনেক দিন পর একটা পোস্ট লিখতে বসলাম,আশা করি আপনাদের ভাল লাগবে
যারা সাধারনত ভিডিও নিয়ে কাজ করেন বা মোবাইল দিয়ে ভিডিও ইডিট করেন পোস্টটা তাদের কাজে দিবে।
ভিডিও এডিট করতে গিয়ে আমরা সবসময় দেখি ভিডিও এর কোনায় লেখা থাকে edited by powerdirector বা যে এপ্স দিয়ে এডিট করছেন অই এপ্স আর নাম।আজকে আমি দেখাব powerdirector এর এই লেখা কিভাবে মুছে ফেলবেন
১,play store a যান
সেখান থেকে powerdirector bondle offer
লিখে search দিন।
এবার এই এপ্স অপেন করুন।
লাল দাগ দেয়া স্থানে ক্লিক করুন
এরপর উপরের ছবির লাল দাকের বিতরে যে ক্রস দেয়া সেখানে ক্লিক করুন
active এ ক্লিক করুন
কাজ প্রায় শেষ উপরের দেখুন লাল দাকের বিতরে যে কোড দেয়া অই কোড আপনাকে লিখতে হবে।
PMYZHBWE এই কোড বসিয়ে আবার active
এ ক্লিক করুন
এখন দেখুন watermark চলে গেছে।
আসা করি কারো কাজে দিবে,
ভাল লাগলে জানাবেন।
Posted from: Trickbd Android App