জামাতে হোক কিংবা একাই নামাজ পড়ার সময় হঠাৎ সেলফোন বেজে উঠলে সেটির শব্দ বিকটই মনে হয়।
.
এতে যেমন নামাজে বিঘ্ন ঘটে, তেমনি লজ্জা পেতে হয়। একই সঙ্গে অন্যরাও বিরক্ত হয়। যারা নামাজের সময় ফোন সাইলেন্ট বা
বন্ধ করতে ভুলে যান তাদের জন্য
সহজ সমাধানও রয়েছে।
.
অ্যাপ্লিকেশনের এ যুগে এটা এখন
কোনো ব্যাপার না। এটি অ্যাপ
ডাউনলোড করা থাকলে নামাজের সময় ফোনটি স্বয়ংক্রিয়ভাবে সাইলেন্ট হয়ে যাবে।
.
এমনই দারুণ একটি আপপ্লিকেশন হলো ‘অটো সাইলেন্ট প্রেয়ার টাইম’। রমজানে এটি কাজে দেবে বেশ।
.
এক নজরে অ্যাপ্লিকেশনটির
ফিচারগুলোঃ
.
.
২. চাইলে এক ক্লিকে সাইলেন্ট থেকে আগের মুডে ফিরে যেতে পারবেন ব্যবহারকারীরা।
.
৩. অ্যাপটিতে নামাজের সময়সূচী
দেওয়া আছে।
.
৪. এটি সাইকেল চালানো ও দৌড়ানোর হিসাবও জানাবে। অ্যাপ ব্যবহারকারীরা এ হিসাব পরিবর্তন করে সংরক্ষণও
করতে পারবেন।
.
৫. ফোনটি সাইলেন্ট থাকার সময়ে গুরুত্বপূর্ন কোনো কল আসলে সেগুলো অ্যাপটি জানিয়ে দিবে।
.
৬. অ্যাপটি ব্যবহার করে
ব্যবহারকারীরা চাইলে সময় নির্ধারণ করে দিতে পারবেন। ফলে নির্দিষ্টসময় পরে এটি সাইলেন্ট হয়ে যাবে।
.
৭. এটি অফলাইনে কাজ করবে। ফলে একবার ডাউনলোড করার পর আর ইন্টারনেটের প্রয়োজন হবে না।
.
চমৎকার এ অ্যাপ্লিকেশন বিনামূল্যে এঠিকানা থেকে ডাউনলোড করে ব্যবহার
করা যাবে।
Apps name: Auto Silence at Prayer’s
Time.
.
এপসটি পেতে Playstore এ Auto Silence at Prayer’s Time লেখে সার্চ দিন।
.