Site icon Trickbd.com

এখন আর ফোন রিসেট না দিয়ে প্যাটার্ন লক আনলক করুন।[যারা জানেন না তাদের জন্য]

Unnamed

প্রথমে আমার সালাম নিবেন
আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
আজ আমি দেখাব যে কীভাবে ফোন রিসেট না দিয়েই প্যাটার্ন লক আনলক করবেন। এটা সব মোবাইলে নাও হতে পারে। বি:দ্র:-> যে মোবাইলে প্যাটার্ন লক থাকা অবস্থায় নোটিফেকশন বার নিচে নামানো যার সেই ফোনে হবে।
তো বেশি কথা বলে ফেললাম।
এখন শুরু করছি
প্রথমে আপনার মোবাইলের 5 বার ভুল প্যাটার্ন দিলে এরকম আসবে।

তারপর দেখুন নীচে Forgot password পাবেন সেখানে ক্লিক করুন


তারপর একটা জিমেইল লগ ইন করার বক্স আসবে।

এখানে আপনার মোবাইলে যে জিমেইল আইডি লগ ইন আছে সে আইডি দিয়ে sing in তে ক্লিক করুন।তারপর এমন আসবে।

চেক হয়ে গেলে আপনাকে নতুন একটা প্যাটার্ন দিতে হবে।নতুন প্যাটার্ন দিয়ে তারপর আনলক করুন।
তাহলেই হবে আপনার মোবাইলে রিসেট না দিয়ে প্যাটার্ন লক আনলক করা।
আর কোনো সমস্যা হলে কমেন্টে বলবেন।
তো সবাই ভালো থাকবেন
সুস্থ থাকবেন
ধন্যবাদ