প্রথমে আমার সালাম নিবেন আশা করি সবাই ভাল আছেন আপনাদের দোয়াই আমিও ভাল আছি।
আজকে আপনাদের কে দেখাব কিভাবে যে কোন Android এ Abient Display চালু করবেন।
Abient Display কি!
আপনার যারা কিটকাট বা তার নিচের ভার্শন এর মোবাইল চালান দেখবেন মোবাইলের ডিসপ্লে এর আলো যখন কমে যাবে তখন কালো ডিসপ্লে এর মধ্যেই টাইম দেখাবে,সেটালেই আমরা বলি Abient ডিস্পলায়।কিন্তু এই ফিচার টি ললিপপ বা তার উপরের ভার্শন এ নাই।কিন্তু আজকে আমি আপনাদের কে দেখাব কিভাবে এই ফিচার টি সকল ডিবাইস এ ব্যবহার করবেন#আনরুট হলেও চলবে।আপনারা হইত ভাবছেন এইটা আবার কোন ফিচার হলো,না ভাই এই ফিচার টা Samsung Galaxy S8 এ দেওয়া আছে,আজকে দেখাব S8 এ থাকা সেইম এই ফিচার টি যে কোন মোবাইল এ ব্যবহার করার পদ্ধতি।
রুটেড মোবাইলের পদ্ধতি
যেহেতু এই ফিচার টা কিটকাট এ আছে,তাই ডেভেলপার রা আলাদা ভাবে কিটকাট এর জন্য এটা নিয়ে Modules বানাই নি,শুধ Lolipop এবং Marshmallow এর জন্য বানিয়েছেন।নিচ থেকে Modules টা ডাউনলোড করে নিন,অবশ্যই আপনার মোবাইলে Xposed Active থাকতে হবে।
Abient Display LP-MM.apk
আপনার মোবাইলের Settingss>Display তে দেখেন নিচের ফিচার টা নাই।
মোবাইল চালু হলে দেখবেন ফিচার টা এক্টিব হয়ে গেছে।
আনরুট মোবাইলের পদ্ধতি!!
প্রথমে নিচ থেকে এপ টা ডাউনলোড করে নিন।
Ac Display No Root.apk
Install করে ওপেন করুন নিচের মত আসবে Later দিন।
এবার নিজের মত কাস্টমাইজ করেন।
Demo
Enjoy……