প্রথমেই আমার সালাম নিবেন আশা করি সবাই ভাল আছেন আপনাদের দোয়াই আমিও ভাল আছি।
আজকে আপনাদের কে দেখাব কিভাবে আপনার Android এর সাউন্ড আরো একধাপ বাড়াবেন,মুলত এই ফ্লাশেবল জিপ ফাইল টা Android Jellybean থেকে কিটকাট অবদি ভাল কাজ করে Marshmallow আর ললিপপ এ তেমন একটা কাজ করে না,আপনার ও ব্যবহার করে দেখতে পারেন।যাদের মোবাইলে কাজ করবে না তারা Dolbye Atoms or Viper4 ব্যবহার করতে পারেন,এই ২ টা এপ নিয়েই আমি পোস্ট করেছি আপনার আমার প্রোফাইলে দেখতে পারেন।
যা যা লাগবে!!!!
1=Any Custom recovery installed.
2=Ainur NERO.zip(Google Drive)
জিপ ফাইল টা ডাউনলোড করে Storage এ রাখুন তারপর আপনার মোবাইলের রিকবেরি মোড এ যান নিচের মত Install এ ক্লিক করুন।
তারপর ডাউনলোড করা জিপ ফাইল টা সিলেক্ট করুন।
ফ্লাশ শেষ হলে Reboot System Now. তে ক্লিক করুন মোবাইল ওপেন হলে দেখবেন সাউন্ড আগের থেকে অনেক টা বেড়েছে,,,
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ
এডমিনের কাছে একটা রিকুয়েস্ট ছিল ভাই”Ios Tricks”নামে একটা কেটেগুরি খুললে ভাল হতধন্যবাদ