Site icon Trickbd.com

ফোনে চাজ বাচানোর ওয়াকিং ট্রিক এটা সবার কাজে আসবে

Unnamed

আজকে একটি গুরুত্বপূর্ন বিষয়ে কথা বলবো । ধৈর্য
ধরে পড়ুন । বর্তমানে ৯৭% লোক Android
ফোন ব্যবহার । আর Android মোবাইলে মূল
সমস্যা হচ্ছে চার্জ না থাকা । এই সমস্যার সমাধান
আসলে আপনি করতে পারেন । কোনো
সফটওয়্যার না ব্যবহার না করে ।
সমাধানঃ
১ : ফোনে এমন কোন App Install করবেন না,
যেইটা আপনার মোবাইলের Sencer [ সেস্নর]
ব্যবহার করে । মানে হচ্ছে…. বর্তমানে অনেক
App বের হয়েছে যেইটা ফোনে Install
করলে এবং মোবাইলের উপর দিয়ে হাত নিলে
ফোন Screen OFF & Screen ON হয় । এই ধরনের

App গুলো আপনার মোবাইলের ২৯% চার্জ
খেয়ে ফেলে এবং ব্যাকগ্রাউন্ডে ON থাকে ।
এতে আপনার মোবাইলের চার্জ এবং RAM দুটোই
নষ্ট হয় ।
২ : যেকোন App ব্যবহার করে অবশ্যই EXIT
করে বের হবেন ।
৩ : প্রয়োজনীয় App ছাড়া কোন আলতু ফালতু
App থাকলে Uninstall করে দিন ।
৪ : মোবাইলের সেটিংস থেকে Auto Update
OPTION বন্ধ করে দিন ।
৫ : অযথা Battery Saver,Battery Saver Pro etc,etc এই
গুলো ব্যবহার করবেন না । এগুলো আপনার
ফোনের ব্যাটারিতে চার্জ ধরে রাখতে পারে না ।
আপনি নিজেই যদি একটু কস্ট করে একটু পর পর
Background App গুলো Clear করেন তাহলেই হয়

এই টিপসগুলো ভালোভাবে মনে রাখলে অবশ্যই
ফোনের চার্জ একটু বেশিক্ষন থাকবে ।

দেখুন আকাশের খেলা আমি নিজে ভিডিও করছি


Tnx