Site icon Trickbd.com

Imo থেকে ডিলেট হয়ে যাওয়া নাম্বার ফিরিয়ে আনুন ১ মিনিটেই

সবাই কেমন আছেন?

আশা করি ভালো আছেন,আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

ভিডিও কলিং এর জন্য বেশিরভাগ লোক ই Imo ব্যবহার করেন।তাই আজকে Imo নিয়ে অনেক গুরুত্বপূর্ণ পোস্ট করতেছি।

আপনারা একবার Imo একাউন্ট করার পর অনেক নাম্বারই কন্টাক্ট এ অ্যাড করেন।কিন্তু অনেক সময় মোবাইল হারিয়ে গেলে/চুরি হয়ে গেলে/Imo আনইনস্টাল করলে ওই নাম্বার গুলো হারিয়ে যায়।

নতুন করে Imo ইনস্টাল করলে বা নতুন মোবাইলে Imo ইনস্টাল করে ওই আগের একাউন্টেই লগ ইন করলেও ওই নাম্বার গুলো পাবেন না।

তাই আজকে এটাই দেখাবো যে কিভাবে নতুন করে Imo ইনস্টাল দেয়ার পর ও আগের মোবাইলে থাকা নাম্বার গুলো ফিরে পাবেন।

অনেক কথা বলসি চলুন শুরু করি:-

প্রথমে Imo ওপেন করেন।

তারপর বাম পাশে নিচে তিন ডট এ ক্লিক করলে Add Friends নামে একটা অপশন পাবেন ওটায় ক্লিক করেন।

এবার তিনটা অপশন পাবেন।তার মধ্যে মাঝেরটা Added Me অপশনটায় ক্লিক করেন।

এবার আপনার আগের মোবাইলে থাকা সব নাম্বার গুলো দেখাবে।

সেখান থোকে যে নাম্বারটা দরকার ওই নাম্বারটার ডান পাশে Add লেখা দেখতে পাবেন Add এ ক্লিক করলেই নাম্বার অ্যাড হয়ে যাবে।

অ্যাড করা হলে উপরে ডান পাশে Done লেখায় ক্লিক করে বেড়িয়ে যান।

কাজ শেষ। এবার কন্টাক্ট এ গিয়ে দেখুন নাম্বারটা অ্যাড হয়ে গেছে।

আশা করি সবাই বুঝতে পেরেছেন তারপরও যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা দেখে নিতে পারেন।

ভিডিও

আমার ফেসবুক গ্রুপ :- Tech Master’s BD

Follow Me On Facebook :- Saedul Islam Rakib

ধন্যবাদ সবাইকে।

ট্রিকবিডি এর সাথেই থাকবেন