Site icon Trickbd.com

কিভাবে Google Play Store থেকে Download দেয়া Application Backup করবেন.apk Formate এ সহজেই

আমরা সবাই বেশিরভাগ ক্ষেত্রে Google Play Store থেকে App Download দেই। কিন্তু সমস্যা হলো কোনো কারনে Softwere গুল Uninstall হয়ে গেলে সেগুলো আবার MB খরচ করে Download দিতে হয়। আজ আমি আপনাদের শেখাবো Play Store থেকে Download দেয়া App কিভাবে apk format এ Backup করতে হয়। তো আর দেরি না করে কাজ শুরু করি করি। শুরুতেই বলে রাখি যারা কাজটি পারেন তারা Post টি Avoid করুন।

কাজ শুরু করা যাক।

১. প্রথমে Android Assistant app টি ওপেন করুন। সাধারনত বেশিরভাগ ফোন এ এটা Pre Installed থাকে। না থাকলে Play Store থেকে Download দিন। ১ MB এর মত।

২. এবার উপরের দিকে Tools ট্যাব এ ক্লিক করুন।

৩. এরপর Backup & Restore এ ক্লিক করুন।

৪. এবার আপনি যে যে App গুলো Backup নিতে চান সেগুলো মার্ক করুন। এরপর নিচে থাকা Backup এ চাপুন।

৫. দেখুন। আপনার Backup শুরু হয়ে গেছে।

৬. App গুলো যেখানে Backup হয়েছে বা Apk ফরমেট হয়েছে সেটার Directory আপনি Screenshot এ মার্ক করা যায়গাতে পাবেন।

বিঃদ্রঃ আমি নতুন। তাই হয়তবা মানসম্মত পোস্ট দিতে পাচ্ছিনা। তাই আমি আন্তরিক ভাবে দুঃখিত। আমি সর্বোচ্চ চেষ্টা করব যেনো আপনাদের ভালো কিছু দিতে পারি।
Screenshot গুলো আমার নিজের ফোনেই তোলা। সঠিক নিয়ম মানলে কাজ হবেই।
#ভুল গুলো ক্ষমা করবেন।

Exit mobile version