যারা জানে না। শুধু তাদের জন্য।
সবাই কেমন আছেন।আশা করি ভালো আছেন।আমিও ভালো আছি।
আমি Parvez
বরাবরের মতো আজ একটি ট্রিপস নিয়ে হাজির হয়েছি।আপনাদের মাঝে।টাইটেল দেখে বুজে গেছেন।।চলুন কাজে নেমে পরি।।
1.আপনার ফোন যখন চার্জে বসাবেন।। তার আগে দেখে নিবেন Bluetooth, wifi on আছে কি না।যদি on থাকে তাহলে off করে চার্জে বসান।।এতে ফোনের Battary দ্রুত চার্জ হবে।
2.কোন সময় ফোন ল্যাপটপ দ্বারা চার্জ বসাবেন না।।এতে আপনার Battary ক্ষতি হবে।এবং চার্জ হতে অনেক দেরি লাগবে।সরাসরি চার্জার দিয়া চার্জ দেয়ার চেষ্টা করবেন।
3.ফোনের ব্যাটারিকে দ্রুত চার্জ করতে Airplane mode করে রাখুন।।তাহলে ফোনের ব্যাটারি দ্রুত চার্জ হবে।
4.ফোনের ব্যাটারিকে দ্রুত চার্জ করতে অবশ্যয় ফোনকে বন্ধ করে চার্জ দিন।।
আপনি এগুলো অনুসরন করলে। আপনারর ফোনের ব্যাটারিকে দ্রুত চার্জ করতে পারবেন।
কোন সমস্যা হলে ভিড়িও টা দেখে নিন।।এবং নতুন নতুন update video পেতে চ্যানেল টা Subscribe করে রাখুন।।
আপনার ফোনের ব্যাটারিকে দ্রুত চার্জ করুন।কার্যকরিত ট্রিপস
কোন সমস্যা হলে কমেন্ট করুন…