সবাইকে সালাম দিয়ে আমি আজকের পোস্ট টি শুরু করতেছি আশা করি সবাই ভাল আছেন
সামনে ঈদ তাই সবাইকে ঈদ মোবারক
।।
আজকের পোস্ট এ আমি দেখাব কিভাবে আপনার ফোন এর বেটারি পাওয়ার ও ফোন এর মিউজিক ভলিউম সর্বোচ্চ পর্যায়ে ব্যাবহার করবেন।।।
আগে বলে রাখি। আমি আজ আমার ইউটিউব চেনেল টাও আপনাদের মাঝে প্রোমোট করব।।
সবাই সাবস্ক্রাইব করবেন।।
তো বক বক না কররে মেইন কথা বলি।।। আমরা জানি জে ফোন এর বেটারি বেশি ইউজ হয় Screen Brightness And App Icon এ। আমরা Screen কমালেও
Minimum Level এ যেতে পারিনা তাই চার্জ তারাতাড়ি শেষ হয়।। আজ আমরা Minimum 1% Display Set করব।। তাহলে যে এপটি দিয়ে আমরা কাজ টা করব সেটার নাম হল #Mobile Uncle Tool
সবাই জানেন যে এটা রুট ইউজার দের জন্য খুব উপকারী।।। কিন্তু আনরুট ইউজার রাও এই এপ ইউজ করতে পারেন।।
তারপর অপেন করুন।।।
তারপর Engineering Mood এ ক্লিক দিন
।
আবার Engineering mood এ ক্লিক দিন।।।
তারপর Hardware Testing এ ক্লিক দিয়ে নিচ থেকে #Display অপসন খুজুন ও ক্লিক দিন।।।
তারপর Screen Level 1 করে দিন।।।
এখন ফোন চালাতে থাকুন।।আরামসে।।
তাছাড়া #Purify নামে একটি এপ আছে সেটা ইউজ করতে পারেন।।।
আর লিখতে ইচ্ছা করতেছে না।।যারা এরকম Music Volume #Maximum Level পর্যন্ত ইউজ করতে চান।।তারা আমার এই ছোট ভিডিও টা দেখুন।।
>>>ভিডিও লিংক এখানে<<<<