Site icon Trickbd.com

যেসব ফোনে সাপোর্ট করবে অ্যান্ড্রয়েড ওরিয়ো জেনে নিন এখনি। ?

অবশেষে লঞ্চ হল অ্যান্ড্রয়েড ও যার পুরো নাম ওরিয়ো। ওরিয়ো বিস্কুটের নাম অনুসারে গুগল এই অত্যাধুনিক এবং সাম্প্রতিকতম আন্ড্রয়েড ভার্সনের নাম রেখেছে, ‘অ্যান্ড্রয়েড ওরিয়ো’।

শীঘ্রই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নিজেদের ফোনকে ‘অ্যান্ড্রয়েড ওরিয়ো’তে আপডেট করিয়ে নিতে পারবেন বলেই জানিয়েছে গুগল। জেনে নিন কোন কোন ফোনে সাপোর্ট করবে অ্যান্ড্রয়েড ওঃ

গুগল পিক্সলে, নেক্সাসঃ দ্য গুগল পিক্সেল, পিক্সলে এক্স এল, নেক্সাস ৫ এক্স, নেক্সাস প্লেয়ার, পিক্সেল সি ট্যাবলেট।

নোকিয়াঃ নোকিয়া ৩, নোকিয়া ৫, নোকিয়া ৬ ।

ওয়ান প্লাসঃ ওয়ান প্লাস থ্রি, ওয়ান প্লাস থ্রি টি, ওয়ান প্লাসবফাইভ।

এইচটিসিঃ এইচটিসি ১০, এইচটিসি ১০ ইভো, এইচটিসি ১০ প্রো, এইচটিসি ডিজায়ার।

আসুসঃ জেন ফোন ফোর সিরিজের সব স্মার্টফোনেই সাপোর্ট করবে ‘অ্যান্ড্রয়েড এইট-ওরিয়ো ভার্সন।

স্যামসাংঃ স্যামসাং গ্যালাক্সি এসএইট, স্যামসাং গ্যালাক্সি এসএইট+, স্যামসাং গ্যালাক্সি এস সেভেন, স্যামসাং গ্যালাক্সি এস সেভেন এজ, গ্যালাক্সি নোট, গ্যালাক্সি ট্যাবলেট।

এটা পূর্বে প্রকাশিত হয়েছে এই পেজেঃWOWTURN

তাই নতুন সব টিপস পেতে পেজে লাইক দিতে ভুলবেন না।

Exit mobile version