আসসালামুআলাইকুম
আসা করি আল্লাহর রহমতে ভালো আছেন।
আমি আজকে যেই টপিক নিয়ে আলোচনা করবো তা হয়তো অনেকেই জানেন। কিন্তু আমার মনে হলো যে বেশিরভাগ লোক এই বিষয় টা জানেনা।তাই আজকের এই বিশেষ টপিক নিয়ে হাজির হলাম।
আজকের বিষয় টা এই রকম আমরা অনেকেরই নিজের ফোন অন্যের হতে দিতে হয় কারণ আমাদের বন্ধু অথবা আত্নীয় অথবা ছোট বাচ্চারা নিয়ে নেয় এই বলে যে গেম খেলবে অথবা গান শোনবে অথবা shareit এ ডাটা ট্রান্সফার করবে।
এখন আপনার চিন্তা হতে থাকলো এই ফাকে তারা আবার আপনার private কিছু দেখে ফেলে কিনা।
আপনার এই চিন্তা দূর করে দিবে আজকের এই টপিক।
নিচের স্রিনশট গুলো ভালো করে লক্ষ করুন এবং step by step কাজ করুন।
step1:প্রথমে settings এ গিয়ে security তে যান।
step3: screen pinning অফ থাকবে আপনি অন করে দিন।
step4: Home button এ ক্লিক করুন এখন যে এপ টা ব্যবহার করতে দিবেন অইটা ক্লিক করবেন।আমি gallery সিলেক্ট করলাম।
step5: এখন এপ টা clean করার জন্য ক্লিক করুন কিন্তু clean করবেন না।নিচের মত আসলে পিন এর মত অই চিহ্ন তে ক্লিক করুন।
step6:এখন got it এ ক্লিক করুন।
step7:এখন দেখবেন gallery এ ঢুকে গেছে। এখন আপনে যেখানেই চাপেন না কেন gallery থেকে বার হবে না। back button আর home button যেখানেই চাপেন gallery থেকে বেরোবে না। এর জন্য আপনাকে অবশ্যই navigation bar এ যে দুইটা button এ চিহ্ন দেওয়া আছে অই দুইটা একসাথে চেপে ধরতে হবে।
পোষ্টটি আপনার উপকারে আসলে প্লিজ comment এ শুধু tnx বইলেন।কারন আপনার কমেন্ট আমাদের পরবরতী পোষ্ট করার আগ্রহ বারিয়ে তুলে।
আশাকরি আপনাদের বুঝাতে পেরেছি। যদি না বুঝেন আমাকে
কমেন্ট করে জানান আমি বুঝানোর চেষ্টা করবো।
[বি দ্র: ভুল হলে প্লিজ ক্ষমার চোখে দেখবেন, কারন ভুল মানুষ ই করে]
অথবা আমার সাথে যোগাযোগ করুন।
ফেইসবুকে আমি