Site icon Trickbd.com

দেখে নিন কিভাবে আপনার মোবাইলে মাউস ব্যবহার করবেন।|?

Unnamed

কিভাবে মোবাইলে মাউস ব্যবহার করবেন।|?
.
আজ আপনাদের সাথে ছোট একটা টিপস শেয়ার
করব। আপনারা অনেকেই হয়ত জেনে থাকবেন
অথবা এইটা আগেও কেউ
শেয়ার করতে পারে। যারা জানেনা তাদের জন্যই
শেয়ার করা।
.
আমরা কম্পিউটারে যে মাউস ব্যবহার করি তা যদি
আমাদের মোবাইলে ব্যবহার করতে করতে পারি
তাহলে কেমন হবে ? এখন বর্তমানে যে হাই
কোয়ালিটির মোবাইল গুলা আসতেছে
তার মধ্যে চাইলেই আপনি
কম্পিউটারের মত করে মাউস ব্যবহার করতে
পারেন।
.
মাউস ব্যবহার করার অন্যতম সুবিধাহল মোবাইলের
স্ক্রিনের উপর প্রেসা কমবে আর আপনার হাতের

আঙুলের উপরও প্রেসার কমবে। কিভাবে
মোবাইলে
মাউস ব্যবহার করবেন চলুন দেখে নেয়া যাক।
.
এর জন্য শর্ত ২ টিঃ
.
১। আপনার মাউস হতে হবে USB মাউস।
.
২। আপনার ফোন OTG supported হতে হবে।
.
.
.
এর জন্য যা লাগবেঃ
.
১। মোবাইল।
২। OTG কেবল।
৩। মাউস।
.
প্রথমে আপনার মাউসটিকে OTG
কেবলের সাথে যুক্ত করুন, তারপর মোবাইলের
চার্জিং পয়েন্টে OTG কেবলের অন্য প্রান্ত যুক্ত
করুন।
.
তারপর দেখুন আপনার ফোনের স্ক্রিনে মাউস
পয়েন্টার শো করছে। কানেক্ট করার পর কয়েক
সেকেন্ড সময় লাগতে পারে। এখন মজায় মজায়
মোবাইল
ব্যবহার করুন মাউস দিয়ে।
.
বিশেষ করে ট্যাব এ ব্যবহার করতে বেশি মজা।
সবাই ঈদের শুভেচ্ছা রইলো।
New New Song And Movies Upload Piz Visit My Sitea
Exit mobile version