হাই সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। সবাইকে ট্রিকবিডির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি।
আজকে মানসম্মত ভিডিও তৈরী করার দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি।
আজকের পর্বে দেখাবো কিভাবে Kinemaster-এ বাংলা ফন্ট এড করবেন।
মূলতঃ সরাসরিভাবে Kinemaster-এ বাংলা ফন্ট দিয়ে লেখা যায়না.. এজন্য আমরা প্রথমে আমাদের কাংখিত বাংলা লেখাটাকে একটি পিকচার বানাবো.. তারপর পিকচারটি লেয়ার হিসেবে ব্যবহার করবো।
তো চলুন কাজে চলে যায়….
প্রথমে Picsay Pro দিয়ে একটি পিকচার বানাবেন, যার সাইজ হবে নিচের ছবির মত।
তারপর এই পিকচারটি ইডিট করে আপনার কাংখিত লেখা বসিয়ে দিবেন। Picsart দিয়ে ও বসাতে পারেন বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে ও বসাতে পারেন।
তারপর Kinemaster- এ গিয়ে Layear-Media-তে ক্লিক করে আপনার বাংলা লেখিত পিকচারটি এড করে নিন। (নিচের ছবির মত)
তারপর পিকচার Crop করার জন্য Crop-এ ক্লিক করুন।
পিকচারটি এড করার পর নিজের মত Animation সেট করে নিন।
ব্যাস কাজ শেষ!
এখন আপনি আপনার মত করে লেখা যোগ করে ভিডিও ইডিট করে নিন।
পরবর্তী পর্বে থাকছে… কিভাবে মোবাইল (ফ্রেম) সহ ভিডিও ইডিট করবেন।
আজ এই পর্যন্তই।
সৌজন্যেঃটিপ্স সিটি
সবধরনের টেকনোলোজি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।