[ পোস্ট এর প্রথমে ই বলে নেয়, পোস্ট টি আমার নাহ ট্রিকবিডির একজন Contributor ইনবক্স এ দিয়েছে জাতে ওনার হয়ে আমি ট্রিকবিডিতে পোস্ট টি করে দেয়, আর আমি এডমিন ভাইদের বলব যে পোস্ট টা যদি আপনার কাছে মানসম্মত মনে হয় তাহলে প্লিজ ওনাকে অথোর করে দিয়েন। ওনার আইডি লিংক Minhazmm ]
অনেক সময় আমাদের বিভিন্ন রকমের ইমোজির প্রয়োজন পড়ে। এখন আপনি খুব সহজেই নিজের ইচ্ছামত বিভিন্ন স্টাইলের ইমোজি বানাতে পারবেন একটি এপ্সের মাধ্যমে।
তো চলুন:
প্রথমে Playstore এ গিয়ে Bitmoji লিখে সার্চ করেন এবং প্রথম এপ্সটাই ইন্সটল দিয়ে ওপেন করেন।
তারপর স্ক্রিনশুট দেখেন
এখন নিচের মত আসবে, আপনি আপনার ইচ্ছামত সিলেক্ট করেন
তারপর চোখ, মুখ, নাক, চুল, দাড়ি, গুফ ইত্যাদি ডানদিক থেকে Swipe করে সিলেক্ট করতে থাকেন।
স্ক্রিনশুট দেখুন
তারপর নিচের মত আসলে Save Avatar এ ক্লিক করেন
তারপর নিচের মত অনেক গুলো ইমোজি Show করবে আপনি আপনার পছন্দমত সিলেক্ট করে Save করেন
আমি এটা সিলেক্ট করলাম
আরো দেখুন