Site icon Trickbd.com

[Without Apps] এখন আপনার ফোনের যেকোনো জায়গায় গিয়ে স্ক্রিন যুম করে দেখতে পারবেন কোন এপ্স ছাড়াই

[ পোস্ট এর প্রথমে ই বলে নেয়, পোস্ট টি আমার নাহ ট্রিকবিডির একজন Contributor ইনবক্স এ দিয়েছে জাতে ওনার হয়ে আমি ট্রিকবিডিতে পোস্ট টি করে দেয়, আর আমি এডমিন ভাইদের বলব যে পোস্ট টা যদি আপনার কাছে মানসম্মত মনে হয় তাহলে প্লিজ ওনাকে অথোর করে দিয়েন। ওনার আইডি লিংক Minhazmm ]

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ট্রিকবিডির সাথে থাকলে ভালোই থাকার কথা।
তো চলুন আজকে ছোট্র একটা ট্রিক নিয়ে আলোচনা করবো। এটা খুব সিম্পল একটা ট্রিক। হয়তো অনেকেই জেনে থাকতে পারেন। কিন্তু যারা জানেন না তাদের জন্য আমার এই ট্রিক।

আমরা আমাদের ফোনটি বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। মাঝে মাঝে কাজের পরিপ্রেক্ষিতে স্ক্রিন Zoom করে দেখতে হয়। কিন্তু সব এপ্সেই স্কিন Zoom হয়না। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ফোনের সব জায়গায় গিয়ে স্ক্রিন Zoom করে দেখতে হয় কোনো এপ্স ছাড়া।
প্রথমে আপনার ফোনের Settings এ গিয়ে Accessibility তে যান

তারপর Magnification gestures এ যান

তারপর সেটা Desable করা থাকবে Enable করে দিন


কাজ শেষ! এখন আপনি ব্যাক এ এসে যা Zoom করে দেখতে চান সেখানে যান এবং Triple- tap করুন বা স্ক্রিনের উপর একসাথে তিনটা টাচ করুন। দেখুন Zoom হয়ে গেছে।
আমি আপনাদের আমার Setting এ গিয়ে Zoom করে দেখাচ্ছি

দেখুন Zoom হয়ে গেছে।
ধন্যবাদ সবাইকে। ট্রিকবিডির সাথেই থাকুন