আস-সালামুয়ালাইকুম
কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন? আমি আবারো চলে আসলাম আপনারদের মাঝে নতুন একটি ট্রিক্স নিয়ে। আপনার টাইটেল দেখে এতোক্ষন এ বুঝে গেছে যে আমি কি নিয়ে কথা বলবো। হ্যা আপনি ঠিক ধরছেন আমি আজ আপনাদের শিখাবো কিভাবে আপনি আপনার নাম্বার হাইড করে ফোন করবেন। কোন প্রকার সফটওয়্যার ছাড়া। তাই আর কথা বাড়াবো না চলুন শুরু করা যায়। আর হ্যা আরেকটা কথা আগেই বলে রাখি পোষ্ট টি কেমন লেগেছে কমেন্ট বক্স এ জানাতে ভুলবেন না। তো চলুন কাজ শুরু করি।
প্রথমে আপনি আপনার ফোন এর Diller এ যান। এখন তিন ডট এ ক্লিক করুন ( না বুঝলে স্কীনসর্ট দেখুন)
এখন আপনি আপনার এর call setting এ যান ( না বুঝলে স্কীনসর্ট দেখুন)
এখন More sitting এ যান ( না বুঝলে স্কীনসর্ট দেখুন)
এখন show my caller id তে ক্লিক করুন। ( না বুঝলে স্কীনসর্ট দেখুন) ক্লিক করলে এই রকম আসবে।
এখন আপনি Hide Number এ ক্লিক করুন।
আপনার কাজ শেষ। এখন আপনি কাউকে কল দিলে আপনার নাম্বার show হবে না।