আশাকরি সবাই ভালো আছেন।।।কিছুদিন ধরে অনেক পোস্ট হচ্ছে একই ফোনে একাধিক সোসিয়াল এপস চালানো এর ব্যাপারে কিন্তু ওটার জন্য আর একটা এপস এর প্রয়োজন হয়।।
তো আমরাই যদি সোসিয়াল এপস এর কলোন বানিয়ে নিই তাহলে সমস্যা কোথায়???
তো চলুন দেখে নিই।
এর জন্য যা যা লাগবে
১,APK EDITOR PRO(SEARCH IN GOOGLE AND INSTALL IT)
২,আপনি যে এপস এর ক্লোন বানাবেন ওটা(ইন্সটল করে রাখবেন)
এখন ডাইরেক্ট কাজে আসি।।।
১.প্রথমে apk editor pro ইন্সটল করুন
২.আপনি যে সোসিয়াল একাউন্টস অধিক চালাতে চান সেটা ইন্সটল করে রাখুন(যেমন আমি একসাথে অধিক চালাতে চাই তাই ফেসবুক ইন্সটল করে রেখেছি)
৩.apk editor pro ইন্সটল করুন।তারপর এপসটাকে ওপেন করুন।করলে নিচের মতো দেখাবে
এবার আপনি যে সোসিয়াল এপস একের অধিক ব্যবহার করতে ইচ্ছুক সেই এপস এর ওপর ক্লিক করুন এবং common edit এর ওপর ক্লিক করুন নিচের মতো[ami facebook lite clone er opore click korechi]
তারপর নিচের মতো সেটিং আসবে
এবার যেখানে package name লেখা আছে সেখানে ক্লিক করুন এবং সব শেষে যেকোনো একটা অক্ষর লিখে দেন(যেমন আমি lite এর পর a দিয়ে দিয়েছি।তারপর সেভ এর অপশন আছে ওখানে ক্লিক করে দিন।নিচের মতো
তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন নিচের মতো আসবে
এবার আপনি ইন্সটল করে নিন।ইন্সটল শেষ হয়ে গেলে আপনার ফোনের এপস এর মেনু তে যেয়ে দেখুন ওই একই এপস আর একটা চলে এসেছে।
বানিয়ে নিলেন একটা ক্লোন এপস।।।এইভাবে আপনি একই রকম করে যতবার package name এর শেষে যেয়ে আলাদা অক্ষর দিবেন তত টা একই এপস ইন্সটল দিতে পারবেন এবং একাধিক একাউন্ট একসাথে চালাতে
পারবেন এবং প্রত্যেক এপস এ আলাদা আলাদা একাউন্ট দিয়ে লগইন করতে পারবেন।নিচে আমার দেখুন
ভুলত্রটি ক্ষমা করবেন।।আজ এ পর্যন্তই।ভালে থাকবেন।।আশাকরি যারা এক্সপার্ট তাদেন বুঝতে অসুবিধা হবেনা।
আমার সাইটঃ-AmarTrick24.Com