Site icon Trickbd.com

কম্পিউটারের মতো ফটো ইডেট করুন আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়ে ।

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভালোই আছেন ।

আমার টিউনে কোন ভুল হলে জানাবেন। ইনশাআল্লাহ সমাধান দিবো । বা পোস্ট ডিলেট করে দিব ।

যার জানা আছে সে অন্তত বাজে কমেন্ট করবেন না প্লিজ।

আর আমি অনেক খুজছি দেখছি এই টিউনটি দেখি নাই । আর যাদি থাকে তাইলেও বলবেন ডিলেট করে দিব ।

তো সুরু করি ।

প্রথমে আপনার প্লেস্টর থেকে Photo Lab নামে একটা এপস ডাউনলোড করে নিন ।
Screenshot :

ডাউনলোড করা হলে Photo Lab এপসটি ওপেন করুন ।
Screenshot :

তারপর আপনার পছন্দ মতন যেকনো একটা ফটো ইডেট করার অপসন সিলেক্ট করুন ।
Screenshot :

তারপর আপনি যে ফটোটা ইডেট করবেন সেই ফটো সিলেক্ট করুন ।
Screenshot :

তারপর উপরের টিক এর উপর ক্লিক করুন ।

ক্লিক করার পর ইকটু সময় ওয়েট করুন ।
Screenshot :


তারপর রেজাল্ট দেখুন ।
Screenshot :

এবার ফটো সেভ করতে একদম উপরের কর্নারে তিনটা ডট এর উপরে ক্লিক করুন ।
Screenshot :

তারপর সেইভ টু ডিভাজ এ ক্লিক করুন ।
Screenshot :

এবার নিচে ডাউনলোড এ ক্লিক করুন ।
Screenshot :

আর একটা কথা এই সকল কাজ আপনাকে অনলাইনে থেকে করতে হবে ।

জানিনা আপনাদের কতোটুক বুঝাতে পেরেছি, আর জানি আমার লেখায় অনেক ভুল আছে । আপনাদের লেখা গুর পড়তে অনেক কস্ট হয়েছে । প্লিজ মাফ করে দিবেন ।

তো আর নাই ।

-ধন্যবাদ।

ভালো থাকুন, সুস্থ থাকুন। ট্রিকবিডির সাথেই থাকুন।
আল্লাহ হাফেজ।