Site icon Trickbd.com

আপনি কি কোন App ছাড়া Video Hide করতে পারছেন না….. তা হলে পোষ্ট টি আপনার জন্য [ With SS ] যারা জানেন না তাদের জন্য।

Unnamed

স্বাগতম ট্রিক বিডি তে

ক্যামন আছেন সবাই..?

আশা-করি সবাই ভালো আছেন।
কারণ ট্রিক বিডি এর সাথে যারা থাকে
তারা সর্বদা ভালোর দলেই থাকে।

ভাই যারা জানেন তারা দয়াকরে নিচে যাবেন না।

পোষ্ট টি যারা জানেন না তাদের জন্য।

এবার কাজের কথায় আসি।

আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব
তা নিশ্চয় বুঝে গেছেন।

শুরু করা যাক

প্রথমে File Manager Open করুন।

তার পর মেমরি Select করুন।


তার পর ভিডিও Select করুন।
এর পর 3 ডট ক্লিক করুন।

তার পর Rename এ ক্লিক করুন করুন।

তার পর এখান থেকে Mp4 কেটে দিন।
বা বুঝলে SS দেখুন।

তার পর Done এ ক্লিক করুন

এখানে Ok দিন

কাজ শেষ।

দেখুন। Video Play হচ্ছে না।

বি.দ্র:
আবার ঠিক করতে
যেখান থেকে Mp4 কেটেছিলেন
সেখানে আবার Mp4 করে দিন।

সবাই ভালো থাকুন
সুস্থ থাকুন
থাকুন ট্রিক বিডির সাথেই।

বিঃদ্র…. মানুষ মাত্র ই ভুল হয়ে থাকে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

কোন কিছু জানার বা জানাবার থাকলে ভদ্র ও রুচিশীল ভাষায় কমেন্টে জানাবেন।

সকলেই ভদ্রতা বজায় রাখুন।

কোন পরামর্শ বা মতামত জানাতে ফেসবুক পেজে

ধন্যবাদ আপনার মূল্যবান সময় এর জন্য।