Site icon Trickbd.com

[Mega post] আপনার Android ফোন এই খেলুন আপনার প্রিয় সব জাভা গেমস No ROOT (সোবাই দেখুন) [by – Shaheen]

Unnamed

আসসালামু অলাইকুম

আশা করি সবাই ভাল আছেন?এবং ট্রিকবিডি এর সাথে আছেন।আজ আমি হাজির হলাম অস্থির এক ট্রিক নিয়ে।এই ট্রিকটা বার করতে আমার অনেক সময় লাগে।ট্রিকটা হল কিভাবে জাভা গেম Android এ খেলা জায়।Root /Non Root এ এই ট্রিক কাজ করবে।নিচের screeshot দেখলেই বুজতে পারবেন।

App Name: Java Game runer for Android

Size: 38.46 MB

Download

বি.দ. ডাউনলোড করার জন্য UC Browser বা Built in Browser ব্যবহার করুন।


Demo:-

দেখেন জাভা গেম Android এ চলছে।

চলুন শুরু করা যাক:-

১: Zip file extract করতে zip ফাইলে চেপে ধরে থাকুন।

২: extract here এ click করুন।

৩: Password দিন http://facebook.com/shaheen.uddoula.9,pass দেওয়া হলে ok চাপ দেন।

৪: “PSP” ফোল্ডার চাপ দিয়ে ধরে থাকুন।

৫: Copy তে click করুন।

৬: ফোজ এর storage অনুযায়ী Sdcard/internal এ past করুন।

৭: “PSP” ফোল্ডার কোন sub-folder এ রাখবেন না। SDcard/internal এ রাখবেন।

৮: extracted file এ যান PPSSPP Gold install করুন।

৯: অ্যাপ ওপেন করে Setting এ click করুন।

১০: control এ click করুন।

১১: edit touch contorl এ যান।

১২: visibility তে জান।

১৩: এই ৪ টা বাদে সব unmark করুন unmark থাকলে mark করে নিন।

১৪: এমন না থাকলে হাত দিয়ে ঠিক করে নিন আপনার মতে করেও করতে পারেন।


১৫: এই বার ফোন রিফ্রেশ দিন।অ্যাপটা আবার ওপেন করুন।

১৬: system midlets এ চাপ দিন।এখন কিন্তু Touch কাজ করবে না।Analogy pad আর OK key কাজ করবে।

১৭: find application এ click করুন। Ok key ব্যবহার করুন।

১৮: Ok তে চাপ দিন।

১৯: এই বার উপরের এই option click করুন।

২০: দেখেন আপনার Sdcard/internal সব ফোল্ডার দেখাচ্ছে।

২১: এইবার নিচে scroll করে Download(extracted file যে ফোল্ডারে আছে) ফোল্ডার ওপেন করুন। scroll করতে up/downl key ব্যবহার করুন।তার পর ok চাপ দেন।

২২: দেখেন ফোল্ডার খুলে গেছে।

২৩: গেম select করে ok চাপ দেন।

২৪: নিচে scroll করে 240*320 j2me standard select করুন। OK key চাপ দিন select করতে।

২৫: দেখেন গেম চলা শুরু করেছে।sound problem করতে পারে তাই sound off রাখবেন।

২৬: সব key গুল জেনে নিন।

২৭: দেখেন গেম চলছে।

Most important:-

১: গেম খলতে থাকুন।৫ মিনিটর মত খেলুন অথবা একটা check poin পার করুন।

২: খেলার পর ফোন এর back button এ চাপ দিন।

৩০: এই বার save sate এ চাপ দিন। save হলে ফোন রিফ্রেশ করুন।

৩১: আবার অ্যাপ টাতে ধুকুন। তার পর kvm এ click করুন।

৩২: ফোন এর back button এ চাপ দিন।

৩৩: lode sate এ click করুন।

৩৪: দেখেন ঐখান থেকেই শুরু হয়ছে।

মন্তব্য: প্রত্যেক বার গেম খেলার পর save দিতে হবে।তা, না হলে যেখানে সর্বশেষ ছিলেন গেম ঐখান থেকে শুরু হবে।আর সব সময় 240*320 regulations গেম ডাউনলোড দিবেন আর regulations 240*320 দিয়ে খেলবেন।

সম্পূর্ণ ক্রেডিটঃ Shaheen
Message: Shaheen on FB

এই পোস্ট অন্য কোথাও করা হয় নিই।ট্রিকবিডিতেই প্রথম প্রকাশ।তাই আমার পোস্ট কেউ কপি করার চেষ্টা করবেন না(করাতো দূরে থাক)।যদি অন্য কোথাও পোস্ট করতে চান তাহলে আমার অনুমতি নিয়ে করবেন এবং ক্রেডিট সহ দিবেন।ধন্যবাদ।