Site icon Trickbd.com

এন্ড্রয়েড এবং আইফোন মোবাইল দিয়ে ফ্রীতে খুলুন আপেল আইডি by amir

Unnamed

আ সসালামু আলাইকুম… সবাই কেমন আছেন। আশা করি সকলে ভাল আছেন।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে এন্ড্রয়েড এবং আইফোন মোবাইল দিয়ে ফ্রীতে আপেল আইডি খুলবেন।

Apple ID কি? :

এ্যাপল আইডি মূলত একটি ইউজারনেম। যেটি এ্যাপলের প্রদত্ত সুবিধাসমূহ উপভোগ করার জন্য আবশ্যক। একটি এ্যাপল আইডির সাহায্যে আপনি, iTunes Store থেকে বিভিন্ন রকমের এপ্লিকেশন ডাউনলোড করতে পারবেন, iChat কিংবা iCloud এ লগ-ইন করতে পারবেন, Apple Online Store থেকে কোন কিছু কিনতে পারবেন, Apple Retail Store এ reservation দিতে পারবেন, Apple.com থেকে বিভিন্ন রকমের সহায়তা পাবেন ইত্যাদি।

কিন্তু অত্যান্ত দুঃখের বিষয়টি হল আমাদের দেশে পেপাল কিংবা Credit Card সহজলোভ্য না হওয়ায় আইফোন কেনার পর বাংলাদেশের বেশিরভাগ ব্যাবহারকারীই Apple ID খোলা নিয়ে সমস্যায় পড়েন। তাই আজ আপনাদের জন্য আজকের টিউনটি নিয়ে আজির হয়েছি।

কীভাবে খুলবেন

  • প্রথমে আপনি এই লিংকে যান এবং নিচের মত করে আপনার নাম, দেশ, জিমেল এবং পাসওয়ার্ড দেন । country United state দিবেন…
  • তারপর একটু নিচে যান এবং দেখুন আপনাকে কিছু পশ্ন করা হচ্ছে। এই পশ্ন গুলোর উওর দেন এবং এই গুলো অবশ্যয় আপনাকে মনে রাখতে হবে। নতুবা আপনি পর্বরতিতে লগিন করতে পারবেন না।


  • একটু আগে আপনি যে জিমেল টা দিয়েছেন সেই জিমেইল এ গিয়ে দেখুন অাপেল থেকে ছয় ডিজিটেল একটি কোড এসেছে এবং এই কোডটা নিচের screenshote এর মত দেন।

    এখন আপনি একটি আপেল একাউন্টের মালিক তাহলে চলুন এবার লগিন করে দেখি।

  • প্রথমে আপনি Applied.apple.com এ যান এবং আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
  • তারপর আপনাকে কিছু পশ্ন করবে ঐ পূর্বের মত এবং তার উওর দেন।

    দেখুন লগিন হয়েছে…

    Use Iphone Mobile :
    আইফোন মোইবালে ব্যবহার করার সময় যদি billing address চায় তাহলে নিচের মত করুন।

    এখন আইফোন ইউজাররা Apple ID দিয়ে iTunes থেকে ইচ্ছামত ফ্রি এপ্লিকেশনগুলি ডাউনলোড করতে পারবেন।

    তো সকলে ভাল থাকুন সুস্থ থাকুন সর্বদা ট্রিকবিডির সাথে থাকুন।

    আর যেকোন প্রয়োজনে ফেসবুকে আমি…

    ধন্যবাদ…