Site icon Trickbd.com

ইমু আইডি থেকে ডিলেট হয়ে যাওয়া মোবাইল নাম্বার বের করুন এখনই। (with ScreenShot)

Welcome to Trickbd learning spot

সালামুআলাইকুম।
কেমন আছেন সবাই?

পোস্টের শুরুতেই অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই রানা ভাইকে যিনি আমাকে তার এই বিশাল প্লাটফর্মে আমাকে লেখার সুযোগ করে দিলেন।
আরো ধন্যবাদ শরীফ ভাইকে।
তিনি আমাকে অথর হতে অনেক সাহায্য করেছেন।
আশা করছি আপনাদের নতুন কিছু উপহার দিতে পারবো।
সাথে থাকবেন আশা করছি।

আমি আজ দেখাবো কিভাবে কারো ইমুর অ্যাকাউন্ট থেকে তার Contact/Mobile Number বের করবেন।

:

আমাদের অনেক ইমুর অ্যাকাউন্টেই মোবাইল নাম্বার দেখা যায়না।

কারন তাদের ঐ মোবাইল নাম্বার আমাদের মোবাইলে সেভ করা নেই।
কেন্তু জরুরি প্রয়োজনে/কিংবা অন্য কোন কারনে মোবাইল নাম্বার দরকার হতে পারে।
আর কিভাবে সেই নাম্বার বের করবেন তাই আমি দেখাবো।

:
১/ প্রথমে যার অ্যাকাউন্টের নাম্বার বের করবেন তার অ্যাকাউন্টে ঢুকবেন।
Screen Shot দেখেন।

২/ তাকে যেকোন একটা SMS/text (Hi, Hello etc) সেন্ড করেন।

৩/ এবার তার অ্যাকাউন্ট টা আপনার ইমু থেকে ডিলিট করে দেন।
Screen Shot দেখেন।

৪/ এবার আপনি জাস্ট তার রিপ্লে পাওয়ার অপেক্ষায় থাকেন।
সে যখনই আপনাকে রিপ্লে দিবে সাথে সাথে আপনি তার নাম্বার দেখতে পাবেন।
Screen Shot দেখেন।

আজ আর নয়। সবাই ভালো থাকবেন।

দ্র: আমি ট্রিকবিডিতে নিউ।
সো কোন ভুল-ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আল্লাহ হাফেজ।