Site icon Trickbd.com

কোন ফাইল ডিলিট না করেই আপনার ফোন মেমোরিতে ৪০০-৫০০ এম্বি জায়গা খালি করুন।

Unnamed

আসসালামুআলাইকুম


বন্দুরা সবাই কেমন আছেন?
আশাকরি ভালই আছেন।আমি ও আলহামদুলিল্লাহ ভালই আছি।
আজকে আমি আপনাদের দেখাব কিভাবে আপনারা কোন প্রয়োজনীয় ফাইল ডিলিট না করেই আপনার ফোন মেমোরিতে ৪০০-৫০০ এম্বি বা তার চাইতে বেশী যায়গা খালি করবেন।আপনার ফোন এ যদি কখনো এইভাবে খালি না করা হয় তাহইলে ১ জিবি পর্যন্ত খালি হতে পারে,আমি নিয়মিত খালি করি তাই আমার স্ক্রিনশট টিতে ৮৭ এম্বি দেখাচ্ছে।
তো চলুন কাজ শুরু করা যাক,তবে তার আগে একটি কথা কারু ফোন এর সেটিং এ এই অপ্সন টা না থাকলে,আমার কিছু করার নাই, তবে আমার জানামতে প্রায় সকল ফোনেই এই অপ্সন টা আছে।
এর জন্য প্রথমে আপনি আপনার ফোন এর সেটিং এ যান

তারপরে স্টোরেজ এন্ড ইউএসবি তে যান,

তার পরে ইন্টারনাল স্টোরেজ এ যান,

তারপরে খেস ফাইল টিতে ক্লিক করুন

তার পরে ওকে তে ক্লিক করে খেস ফাইলটি ডিলিট করে ফেলুন,ভয় পাবেন না,এতে আপনার কোন ফাইল ডিলিট হবে না

দেখুন কেশ ফাইল এর নিচে যত এম্বি বা জিবি দেখাচ্ছিল ততটা যায়গা খালি হয়ে গেছে।
আর যারা বলছেন যে youtube এর সেইভ ভিডিও ডিলিট হয়ে যায় তারা দেখুন আমার ক্লিয়ার করার পরে আমার youtube এর এর ভিডিও গুলা ডিলিট হয় নাই।

আশাকরি সবাই বুঝতে পারছেন,আর না বুঝতে পারলে কমেন্ট করুন।
কষ্ট করে পোস্ট টি পরার জন্য ধন্যবাদ