Site icon Trickbd.com

নিয়ে নিন আইপে ( IPAY) তে আবারো ২০ টাকা করে ((RooT))

Unnamed

আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন???
আশা করি ভালো আছেন।
সর্বোপ্রথম রানা ভাইয়া কে কৃতজ্ঞ জানাবো আমাকে অথর করার জন্য।

কাজের কথায় আসি
আমরা সকলেই আইপে (IPAY) সম্পর্কে জানি, আইপে আমাদেরকে আগে ১০ টাকা রেজিষ্ট্রেশন বোনাস এবং ১০ টাকা ৭২% প্রোফাইল কমপ্লেট বোনাস সহ মোট ২০ টাকা দিতো, কিন্তু এখন আর দেয়না, আইপে এখন একটু চালাক হয়ে গিয়েছে, আইপে (IPAY) এখন এক মোবাইলে একবার ই ২০ টাকা দেয়, ২য় বার দেয়না।
আজ আপনার শিখাবো কিভাবে এক মোবাইল দিয়ে আগের মতো প্রত্যক রেজিষ্ট্রেশন এবং প্রোফাইল কমপ্লেট করে ২০ টাকা নিবেন।
বি:দ্র: অবশ্যই মোবাইল রুট থাকতে হবে।

চলুন শুরু করি

প্রথমে নিচ থেকে এপ্লিকেশন টি নামিয়ে নিন

APPS Name: DEVICE ID CHANGER
এখান থেকে
এরপর এপ্স টি ওপেন করুন এবং রুট পারমিশন দিন।

নিচের মতো দেখাবে
এরপর Random All এ ক্লিক করুন

এরপর Apply এ ক্লিক করুন

কাজ শেষ এবার আপনার মোবাইল টি একবার রিস্টার্ট করে নিন।

এবার আইপে তে যেভাবে আগে একাউন্ট খুলতেন অইভাবে একাউন্ট খুলুন, দেখবেন আপনার আবার ২০ টাকা করে পাবেন।

আপনাদের কিছু প্রশ্নের উত্তর


প্রশ্ন: প্রত্যাকবার ডিভাইস আইডি চ্যাঞ্জ করলে কি মোবাইল রিস্টার্ট দিতে হবে??
উত্তর: না
প্রশ্ন: প্রত্যাক একাউন্ট করার পুর্বে কি ডিভাইস আইডি চ্যাঞ্জ করতে হবে?
উত্তর: অবশ্যই
প্রশ্ন: ডিভাইস আইডি চ্যাঞ্জ করতে কি রুট লাগে?
উত্তর: হ্যা
প্রশ্ন: একাউন্ট করার কতো মিনিট পর টাকা পাবো?
উত্তর: প্রায় ২-৩ ঘন্টা এর বেশি ও লাগতে পারে।

আজ এই পর্যন্ত পরের পোষ্টে দেখা হবে।

কোন সমস্য হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন আমি সমাধান দিবো।

ফেসবুকে আমি
আর গ্রুপ টায় দেখতে পারেন আইপে নিয়ে পোষ্ট করা আছে আপনাদের যতো সমস্য গ্রুপ এ শেয়ার করুন
ফেসবুক গ্রুপ
সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন।