Welcome To TrickBD

আস্সালামুআলাইকুম!
সবাই কেমন আছেন?
আশা করছি সবাই ভালোই আছেন।


পোস্টের শুরুতেই অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই রানা ভাইকে যিনি আমাকে তার এই বিশাল প্লাটফর্মে আমাকে লেখার সুযোগ করে দিলেন।
আরো ধন্যবাদ শরীফ ভাইকে।
তিনি আমাকে অথর হতে অনেকটা সাহায্য করেছেন।
আশা করছি আপনাদের নতুন কিছু উপহার দিতে পারবো।
সাথে থাকবেন আশা করছি।

আজ আমি আপনাদের জন্য এমন একটা ট্রিক দেব
যেটা আপনাকে স্মার্টফোন জগতের সবচেয়ে বেশি সিকিউরিটি দেবে।
আমরা জানি যে, মোটামোটি সকল
APP locker/Security App ( Vault, app locker etc)
এর সিকিউরিটি ব্রেক করা যায়।
আর যারা জানেন না, তারা আমার প্রোফাইলের আগের পোস্ট দেখতে পারেন।
আর এখন আমি যে প্রসেস টা দেখাবো এই প্রসেসে আপনার প্রয়োজনীয়
অ্যাপগুলোকে পাসওয়ার্ড দিয়ে লক করবেন।
কিন্তু কোন App locker বা Vault দিয়ে নয়।
এই পাসওয়ার্ড সরাসরি আপনার অ্যাপের সাথে বিল্টইন করা থাকবে।


চলুন শুরু করছি।

অ হ্যা, এর জন্য একটা অ্যাপ লাগবে।
তবে এই অ্যাপটা পরে ডিলিট করে দেয়া যাবে।
অ্যাপটা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

  • প্রথমে অ্যাপটা ইন্সটল দিয়ে ওপেন করুন।
    ওপেন করলে নিচের ছবির মত আসবে।
    যে অ্যাপটা পাসওয়ার্ড প্রটেক্টেড করেত চান সেটা সিলেক্ট করেন।

  • এবার উপরে চিহ্নিত স্থানে অ্যাপের নাম চেন্জ করে
    এবং নিচে অ্যাপের আইকন রোটেড করে মনের মত সাজিয়ে নিন।

    প্রয়োজনে কালারও চেন্জ করতে পারেন।

  • এবার আসেন আসল কাজে। মানে এবার পাসওয়ার্ড দিব।
    একটু নিচের দিকে গিয়ে (ছবির চিহ্নিত স্থানে) পাসওয়ার্ড
    অন করে দিন এবং ইচ্ছা মত পাসওয়ার্ড দিন

  • এবার এখানে ক্লিক করে অ্যাপটি ক্লোন করে নিন।

  • ক্লোন করা শেষ হলে অ্যাপটি ইন্সটল দিন।

  • ইন্সটল দিয়ে ওপেন করুন।

  • ওপেন করলে এমন ভাবে পাসওয়ার্ড চাইবে।
    ক্লোন করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিন।
    ওপেন হয়ে যাবে।



অনেক বকবক করলাম। আর পারছিনা।
এই পোস্ট টা করার সময় বাসায় কারেন্ট ছিলনা।
সো, বুঝেনই কত কষ্ট হয়েছে।
কোন ভুল/সমস্যা হলে কমেন্ট করবেন।

Thanks all for visiting TrickBD

আল্লাহ হাফেজ

14 thoughts on "{Hot post] এবার আপনার প্রয়োজনীয় APP গুলোকে Password protected করে রাখেন কোন থার্ডপার্টি APP ছাড়া। চ্যালেন্জ! কেউ পসওয়ার্ড ব্রেক/ডিজেবল করতে পারবেনা।"

  1. Avatar photo ?ⓙⓐⓚⓐⓡⓘⓐ Contributor says:
    ভাল পোস্ট/আশা করি আরোও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন এবং ট্রিকবিডির সাথেই থাকবেন
  2. Rakibulislam Contributor says:
    vai ai post akbar kora hoica
    1. 360sharif Dark Author Post Creator says:
      সরি, ভাইয়া।
      অই পোষ্টটা আমারই ছিল।
      কিন্তু একজন আমার পোষ্ট অন্য একটা সাইট থেকে কপি করেছিলো।
  3. Avatar photo MD Nazim Author says:
    ব্রো এটা ট্রিকবিডিতে আগে করা হইছে!
    আসা করি আগামিতে নতুন কিছু দিবেন,
    ধন্যবাদ
    1. 360sharif Dark Author Post Creator says:
      সরি, ভাইয়া।
      অই পোষ্টটা আমারই ছিল।
      কিন্তু একজন আমার পোষ্ট অন্য একটা সাইট থেকে কপি করেছিলো।
    1. 360sharif Dark Author Post Creator says:
      thx
  4. Avatar photo Mahir Contributor says:
    এটা তো এক প্রকার 3rd party apps use করা হলো
    1. 360sharif Dark Author Post Creator says:
      hmm. but ekhane app ta directly use hoccena. & app ta uninstall diye dileo lock kaj korbe
    2. Avatar photo Mahir Contributor says:
      oh bujsi
    3. 360sharif Dark Author Post Creator says:
      thx… pase thakben.

Leave a Reply