সবাই কেমন আছেন? আশা করি ভালো
আছেন কারন ট্রিকবিডির
সাথে থাকলে ভালো থাকার কথা।
আজ আপনাদের দেখাব কিভাবে ফেইসবুক ফ্রেম তৈরি করবেন এন্ড্রোয়েড দিয়ে।যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে
ক্ষমা করবেন।
এই পোষ্ট শুধু তাদের জন্য যারা এখনো জানেনা
ফ্রেম তৈরি করতে যেটা লাগবে
- PicsArt সফটওয়্যার
- তো এই সফটওয়্যার তাকলে ভালো আর না তাকলে নিচে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিন
- ফাইল সাইজঃ৩৮.৪৫ এমবি
- এখানে ক্লিক করে ডাউনলোড করুন
আর কথা না বাড়িয়ে কাজে চলে যাই
প্রথমে PicsArt Apps অপেন করুন
তার পর (+) চিহ্নতে ক্লিক করুনন
→তার পর Draw এ ক্লিক করুন
→তার পর Drawing এ ক্লিক করুন
→তারপে একটা পেজ অপেন হবে সেখানে ফ্রেম এর সাইজ নির্ধারণ করতে হবে, তো Custom এ ক্লিক করে ২০০০×১২০০ দিন। স্ক্রিনশটের নিচে কোনায় ডিমো দেখুন।
→তারপর ফটোর ব্যাকগ্রাউন্ড কেটে দিন,কেটে দিলে png format হয়েযাবে।
নিচের স্ক্রিনশট দেখে বুঝতে সমস্যা হবে না নিশ্চই।
→তারপর Edit image ক্লিক করুন
→এখন একটা পর্দা আসবে,আপনার ইচ্ছামত ফ্রেম তৈরি করুন এমন কি শুধু ফ্রেম না লগো তৈরি করতে পারবেন।পিছনে কালো থাকার মানে পিছন সাইড কিছু নেই সেই স্থানে ফেইসবুক প্রোফাইল পিক দেখা যাবে।
→তার পর ইচ্ছামত ফ্রেম বানান
→সব কিছু ঠিক টাক হয়ে গেলে সেভ করুন
আশা করি সকলে বুঝতে পারছেন,কোন সমস্যা হলে জানাবেন
বিঃদ্রঃআমি আগেও বলেছি ও এখনও বলছি যদি কোন ভুল হয় কমেন্ট করে জানাবেন তবুও বাজে মন্তব্য করবেন না, আপনাদের একটু ভালো লাগা আমাদের পোষ্ট করতে আগ্রহ করে।
যে কোন প্রয়োজনে ফেবুতে মেসেজ করতে পারেন→Fb me