Site icon Trickbd.com

দেখে নিন কিভাবে আপনার মোবাইলে ৪টি ভিডিও একসাথে প্লে করবেন।

Unnamed


By স্বাধিন ভাই,রানা ভাই
আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনার মোবাইলের স্কিনে চারটি ভিডিও একসাথে প্লে করে দেখবেন। আপনারা চারটি ভিডিও একসাথে প্লে করতে পারবেন আবার Stop করে রাখতে পারবেন।
এবং আপনি প্রতিটি ভিডিও আলাদা করে প্লে করতে পারবেন আলাদা আলাদা ভাবেই stop করতে পারবেন। আপনার মোবাইলের multiscreen ব্যবহার করতে পারবেন এবং আলাদা আলাদা ভিডিও দেখতে পারবেন।

তাহলে শুরু করা যাক:-

প্রথমে আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটি থেকে ডাউনলোড করে নিন নিচ থেকে।

Download This App :-
Multiple Videos at Same Time


অ্যাপটি ডাউনলোড করার পর ইন্সটল করে ওপেন করুন অ্যাপটি ওপেন করার পর নিচের মত আসবে-


এটাতে অ্যেলো করে দিন।
তারপর

এখানে ৪টা ঘর দেখতে পাবেন এবং দুটো আইকন দেখতে পাবেন একটা (+) আর একটা (*)
এবার আপনি যে ঘরে ভিডিও এড করতে চান সেখানে (+) আইকন এর উপর ক্লিক করুন।

এরপর ফাইল থেকে ভিডিও সিলেক্ট করে দিন দেখবেন নির্দিষ্ট করে ভিডিওটি প্লে হবে।

আমি একটা ভিডিও আড করেছি।
এভাবে এক এক করে 4 ঘরেই (+) আইকনে ক্লিক করে ভিডিও সিলেক্ট করে দিন দেখবেন চারটা ভিডিও একসাথে play হবে এখান থেকে ইচ্ছামতো ভিডিও প্লে অথবা স্টপ করে রাখতে পারবেন।
সবাইকে ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ।
বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।
~~~Thank You~~~