Site icon Trickbd.com

Android ফোনের ফন্ট পরিবর্তন করুন একদম সহজ পদ্ধতিতে। [Only For Rooted User]

Unnamed

আশা করি সবাই ভাল আছেন,আমিও ভাল আছি।

আজকে আমার পোস্টের বিষয় হলো কিভাবে আপনার Android ফোনের ফন্ট পরিবর্তন করবেন।

বিঃদ্রঃঅনেক Android এক্সপার্ট
আছেন যারা এ বিষয়কে অনেক তুচ্ছ মনে করবেন। কিন্তু এখনও অনেক Android ব্যবহার কারী আছেন যারা রুট করেছেন কিন্তু ফন্ট চেঞ্জ করতে পারছেন না। তাই যারা এটা জানেন কিংবা পারেন না শুধুমাত্র তাদের জন্য এই পোস্ট।

তো চলুন শুরু করি।

যা যা লাগবে

প্রথমে নিচ থেকে Root Explorer সফটওয়্যারটি ডাউনলোড করুন

Click here to Download now
অথবা playstore থেকে ডাউনলোড করুন।

এখন আপনাকে custom font ডাউনলোড করতে হবে।


আমি নিচে দুইটি ফন্টের ডাউনলোড লিংক দিলাম সেখান থেকে ডাউনলোড করে নিন।
1. Rosemary.ttf
2. Cooljazz.ttf
অথবা google.com এ সার্চ করে আপনি আর standard ফন্ট ডাউনলোড করতে পারেন।

এখন দেখাবো কিভাবে ফন্ট সেটাপ করবেন

1. Root explorer আ্যপসটি ইন্সটল করে ওপেন করুন।
2. System নামের একটা ফোল্ডার আছে সেটাতে ক্লিক করুন।


3. user fonts এ ক্লিক করুন।

4. Storage এ ক্লিক করুন।

5. যে ফোল্ডারে ফন্ট গুলা ডাউনলোড করেছিলেন সেখানে যান।

6. তারপর ফন্টের উপর Long press করুন এবং লাল বৃত্ত চিন্হিত স্থানে ক্লিক করুন।
না বুঝলে
নিচের স্ক্রিনশট গুলা দেখুন

7. এখন user fonts এ ক্লিক করুন


8. তারপর তীর চিন্হিন স্থানে ক্লিক করুন।


9. এখন আপনি আপনার ফোনের

Settings > Display > Fonts এখানে জান

10. এখন আপনার custom ফন্টটি select করুন।


সব শেসে Phone Reboot দিন।
এই দেখুন আমার ফন্ট কি রকম stylisht হয়ে গেসে।

কাজ শেষ

সবাইকে ধন্যবাদ কষ্ট করে পোস্টটা পরার জন্য।
কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন।
Facebook: Anik