Site icon Trickbd.com

আপনার মোবাইলে শুধু পিন,পাসওয়ার্ড বা প্যার্টান লক ছাড়া অন্য লক চালু হচ্ছে না? এর সমাধান সহ বিস্তারিত দেখুন।

Unnamed

শুরুতেই আমি ট্রিকবিডির প্রশাসক রানা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি।একই সাথে Sk Sharif ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি কারণ তিনি আমাকে ট্রেইনার হওয়ার জন্য সাহায্য করেছেন SK Sharif
সবাই আমার সালাম গ্রহন করুন।

এই পোষ্ট এর মাধ্যমে আপনারা যা শিখবেন :-


কেনো পিন,পাসওয়ার্ড বা প্যার্টান ছাড়া অন্য কোনো লক চালু হয়না ?
আমরা আনেক সময় VPN ব্যাবহার করে থাকি। আমরা যদি আমাদের মোবাইলের নিজস্ব (Setting→More→VPN) এই VPN ব্যাবহর করি তাহলে এই সমস্যাটি হয়।ঠিক নিচের স্ক্রিনশুটটির মতো।

এই সমস্যা হলে অনেকে অনেক রকম কাথা বলে।
যেমন: মোবাইলটি রিসার্ট দিতে হবে,মোবাইলটি ফ্লাস মারতে হবে ইত্যাদি।

তাহলে কিভাবে এই সমস্যার সমাধান করবো ?

এই সমস্যার সমাধান করতে হলে আপনাকে রিসার্টা বা ফ্লাস করতে হবে না।মোবাইলের “Setting” থেকেই খুব দ্রুত এবং অতি সহজে সমাধান করতে পারবেন।

স্ক্রিনশুট দেখুন আর কাজ করুন


প্রথমে “Setting” এ প্রবেশ করুন।

এবার Security তে প্রবেশ করুন।

একটু নিচে দেখুন,

“OK” তে ক্লিক করলেই সমাধান হয়ে যাবে।

এবার প্রমাণ দেখুন,

কাজটি কত দ্রুত সম্পূর্ণ করা হলো এর জন্য কোনো রকম রিসার্ট বা ফ্লাস করা লাগলো না।

না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ।

ট্রিকবিডির সাথেই থাকুন