আসসালামুয়ালাইকুম।
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন!
আমিও আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি।
আর আপনাকে আমাকে ভালো রাখার জন্য ট্রিকবিডি তো আছেই…!!!✌✌✌
যাই হক আর বেশি বক বক করবোনা।
এবার চলে যাই কাজের কথায়।
আজকে আমি আপনাদের মাঝে যে ট্রিকটি শেয়ার করবো সেটি হচ্ছে–
কিভাবে আপনি আপনার ফোনের স্ক্রীন যেকোন জায়গা থেকে জুম করবেন,কনো এপ ছাড়াই!!
বিঃদ্রঃ এটি সব ফোনে কাজ নাও করতে পারে।
তবে চেষ্ঠা করে দেখতে ক্ষতি কি!!!
তাহলে চলুন শুরু করি।যেভাবে করবেনঃ
প্রথমে আপনার ফোনের সেটিং যান।
নিচের স্ক্রীনশট দেখুন
এবার একটু নিচে গিয়ে Accessbility তে ক্লিক করুন।
এবার একটু নিচে গিয়ে Magnification Gestures অপশনটাতে ক্লিক করুন।
নিচে স্ক্রীনশট দেখুন।
এবার আপনার ফোনের ডিসপ্লের একদম উপরের ডানদিকে দেখুন একটি অপশন Off করা আছে সেটা On করে দিন।
নিচের স্ক্রীনশটটি দেখুন।
ব্যাস কাজ শেষ!
এবার বেরিয়ে আসুন।
এবার দেখাবো কিভাবে ফোনের সকল জায়গা থেকে স্ক্রীন জুম করবেন।তো নিচের স্ক্রীনশট অনুযায়ী কাজ করুনঃ
আপনি ফোনের যে জায়গার স্ক্রীন জুম করতে চান আগে সেখানে যান।
ধরুন আমি File Manager এর ভেতরে জুম করবো,
তো আমি প্রথমে আমার File Manager এ প্রবেশ করলাম।
তারপর যে জায়গাটি জুম করতে চাই সেখানে খুব তাড়াতাড়ি তিনবার ক্লিক করলাম।
বুঝতে অসুবিধা হলে নিচের স্ক্রীনশটটি দেখুন।
অই জায়গাটায় পর পর তিনবার ক্লিক করার পর দেখুন সেখানকার স্ক্রীনটা অনেকটা জুম হয়ে গেছে।
নিচে তার প্রমাণ দেখুন।
ব্যাস হয়ে গেলো…!
এখন থেকে আপনি আপনার ফোনের যেকোন জায়গায় মাত্র তিন ক্লিকেই স্ক্রীন জুম করতে পারবেন।
ধন্যবাদ পোষ্টটি সময় নিয়ে পড়ার জন্য।
কনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
কনো প্রকার সমস্যা হলে এখানে কমেন্ট করুন অথবা ফেসবুকে আমাকে ম্যাসেজ করতে পারেন।
আজকে এখানেই শেষ কোরছি।
সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।।