Site icon Trickbd.com

[mega post]চলুন আপনাদের শিখাই কিভাবে KINEMASTER বা যে কোন apps কে মোড করবেন | full tutorial – by Az

Unnamed

আসসালামুয়ালাইকুম ,

আজকে আপনাদের দেখাবো কিভাবে kinemaster কে mod করে আপনার নিজের একটি mod বানাবেন।এবাবেই আপনি যেকোন app কে modifie করতে পারবেন।।

আসা করছি সবাই ভালো আছেন।। তো আজকে কথা কম বলি সরাসরি কাজে চলে যায়।।কাজ শুরু করার আগে আমি আপনাদের বলে এখানে full mod করবো না। কারন আমি ফুল Mod বানাতে গেলে পোস্ট অনেক বড় হয়ে যাবে।।আপনাদের আমি কিছু বেসিক দেখিয়ে দিব তা থেকে আপনারা অনেক সহজেই একটা full Mod বানাতে পারবে।।

আমি যে মোডটা করেছি তার কিছু Ss:




তাহোলে চলুন শুরু করা যাক

Requiedment:

#Apk editor pro Download

#kine master Download

#picsart Download

#pixellab download

আপনি চাইলে যেকোন KINEMASTER কেই মোড করতে পারেন।। কিন্তু উপরের লিংকের KINEMASTER ব্যবহার করলে আপনার আর আমার KINEMASTER এর interface একই আসবে এতে আপনাদের পোস্ট বুজতে সুবিধা হবে।

এখন আমরা উপরের সব গুলো apps কে install করে নেই install দেয়া হয়ে গেলে।

আমরা Apk editor ওপেন করি।

#selected from apk থেকে KINEMASTER কে selected করে নেই

এখন full edit click করি

loaded হয়ে গেলে files click করবো।Files এ click করলে আবার লোড হবে। এখন নিচের Ss এর মত আসাবে।

এখানে আমরা শুধু প্রথম দুটা Folder এ কাজ করবো।আর কোন কিছুতে হাত দিবো না

1.Res
2.assets

#প্রথমে আমরা res এর কাজ করবো। প্রত্যেক apk এর Res এর মধ্যে apk এর ডিজাইনিং অংশ থাকে।আমি। এখানে বেশি কিছু পরিবর্তন করবো না। শুধু সাধারন কিছু পরিতর্তন করবো।

★res folder open করুন নিচে ss এর মত 3 টা folder পাবেন।

★প্রথম folder টি ওপেন করুন। এখানে অনেক গুলো png images দেখতে পাবেন।একদম নিচের দিকে গেলে n_icon.png এরকম একটা image পবেন।

#image টা কে আপনারা নিজের ইচ্ছে মত কাজটোমাইজ করে নিন।আমি নিচে একটা দেখিয়ে দেব কিভাবে pic বানাবেন

note:

যখন আপনি pic টা বানাবেন তখন আপনাকে। দুটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে।

1.pic টা হতে হবে png format
2.pic resolution

যেমন :দেখতেছে Icon.png এর resolution 96×96
একানে আপনি যেই pic ই দেন না কেন। কিন্তু আপনাকে resolution size আর format টা ঠিক রাখতে হবে।তো আমরা এখন next step এ যাই।
এখন pic বানানো হয়ে গেলে

#pic টা click করে ধরবো।

এখন replace এ click করে pic টা যেখানে রেখেছিলেন ওখান থেকে replaced করে দিন।
#এখন এই Folder থেকে বের হয়ে যান।

★এখন যান ২য় folder টি তে

#এখানে নিচে দিকে গেলেই পেয়ে যাবেন
about KINEMASTER logo. png


এখানে আমি আমার বানানো। logo দিয়েছি। এখানে। আপনি kine master এর যা নাম দিতে চান সেরকম একটা logo বানিয়ে নিন।শুধু আপনাকে খেয়েল রাখতে হবে resolution টা ডেন ঠিক থাকে।

★চলুন আমি আপনাদের একটা লগো বানিয়ে

প্রথমে আপনার picsart ওপেন করুন

একটা white back ground নিন

তার পর Add text এ গিয়ে।

তার পর আপনার ইচ্ছে মত নাম,কালার font style নিয়ে নিচের মত একটা logo বানান

এখন save করে নিন।এখন আমাদের বানানো logo কে 3d efect & transparent বানানোর জন্য pixellab এর ব্যবহার করবো।

★Pixellab ‘ওপেন’ করুন। তারপর দেখুন Text লেখা দেখা যাচ্ছে। এই লেখাটা ডিলিট করে দিন। ডিলিট করার জন্য উপরের বাপ পাশে ডিলিট আইকনে Click করুন↓

উপরে দেখুন (+) নামে একটা অপশন দেখা যাচ্ছে। (+) এ Click করে From Gallery তে Click করুন এবং আপনার বানানো লোগো টা সিলেক্ট করুন। তারপর সুন্দর করে Crop করে টিক(?) চিহ্নে Click করুন ↓

এরপর চিহ্নিত (A) এ Click করুন। Click করার পর অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে Transparent এ Click করুন

– এবার স্ক্রিনশটে চিহ্নিত (A) এ Click করুন।Click করার পর অনেকগুলো অপশন আসবে। সেখানে থেকে Erase Color এ Click করুন।

– তারপর Erase Color Enable করে দিন

-এখন 3d shape থেকে 3d ওন করে দিন।


এখন আমাদের
transparent logo তৈরি হয়ে গেসে। এটা আমরা আমরা এখন যে কোন যায়গা তে ব্যবহার করতে পারো।
★শুধু আপনারা বার বার image size থেকে resolution টা change করে দিবেন

আমাদের মেইন কাজ শেষ। এখন আমি আপনাদের শুধু বলবো কোনটা কোনটা image change করবেন।।

★ ↓

★এবার ৩য় folder টি থেকে

এখন আমাদের এখানের কাজ শেষ-
এখন আমরা চলে যাবো essets folder এ

এর পর আমরা background change করবো।

background এ আমরা যে কোন pic ব্যবহার করতে পারবো।।
note: কিন্তু আমরা এখানে last এর format টা ঠিক রাখবো।।

যেমন।: ss এ দেখতেছেন pic টার format trickbd.png আছে। এটাকে আপনাকে rename করে trickbd.webp
করে দিতে হবে।

এখন আপনি চাইলে + থেকে যতো ইচ্ছা ততো গুলো ব্যবহার করতে পারেন বা replaced করে নিতে পারেন।

#এখন শুধু save করে দিন।আমাদের মোড রেডি। একন আগের
uninstall করে আপনার বানানোটা install

আজকের পোস্ট এ এতোটুকুই। next post আমি দেখাবো। KINEMASTER এর ভিতর যে link গুলোকে কিভাবে পরিতর্তন করতে হয়।

এর পরেও বুঝতে সমস্যা হলে video টা দেখে নিয়েন

সবাই ভল থাকবেন। TrickBD এর সাথেই থাকবেন।পোস্ট গুলোকে আপনার friends & social media তে সেয়ার করুন। যাতে আর একজন যনার সুযগ পায়

আর আমার পোস্ট গুলো যদি আপনাদের ভালো লাগে। তহলো আমার youtube chanel টা একবার ঘুরে আসতে পারেন 😀


AZ TECHNICAL BD