Site icon Trickbd.com

চুরি হয়ে যাওয়া ফোনটি লক করে দিন। চোর বাবাজি ফোন আপনাকে বাড়িতে এনে দিয়ে যাবে।

Unnamed

“আসসালামু আলাইকুম ” সবাই কেমন আছেন?
আপনার সাধের দামি ফোনটি যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় নিশ্চয় অনেক খারাপ লাগবে। বর্তমান যুগে ফোন ছাড়া আপনি অচল।
আমি আজ শেখাব চুরি হওয়া ফোনে কিভাবে লক দিবেন

কিভাবে কাজ করবেন


১. আপনার চুরি হওয়া ফোনে আপনার ইমেল মানে gmail দিয়ে play store বা অন্য কিছুতে লগইন থাকতে হবে।
২. প্রথমে myaccount.google.com এ আপনার কানক্ষিত ইমেল দিয়ে লগিন দিন।
৩. লগইন হলে নিচের মত আসবে,,,,,,,

Find Phone এর Get star এ ক্লিক করেন
৪. এবার আপনির চুরি হয়ে যাওয়া ফোনটি নির্বাচন করুন

৫. নির্বাচন করলে নিচের মত একটি পেজ আসবে,,,,

এখান থেকে lock Phone অপশনে ক্লিক করেন
৬. আপনি এখানে ৩ টা বক্স পাবেন
১ম বক্স এ আপনি লক কোড দিন মানে পাসওয়ার্ড দিন। তা হলে চোর আর ফোনের ভিতর প্রবেশ করতে পারবেনা।
২য় বক্স এ আপনার কমেন্ট লিখুন।
৩য় বক্স এ আপনার নাম্বার দিন। চোর আপনাকে ছাড়া কাউকে কল দিতে পারবেনা।
তার lock phon e ক্লিক করেন।
৭. কাজ শেষ চুরি হওয়া ফোনে লক হয়ে গেছে

৮. ফোন যদি চোর ফ্লাশ দিলেও লক যাবে না।

কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন অথবা আমার সাথে যোগাযোগ করুন ফেসবুকে
ধন্যবাদ