আস্’সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দো’য়া এবং আল্লাহ্’র রহমতে আমি ও অনেক ভাল আছি।
আজ আপনাদের সামনে হাজির হলাম একদম নতুন একটি ট্রিক নিয়ে। আমি মনে করি এটা গুগল মামুর কাছে ও নাই, কেননা এটা আমার একটা ঘাবরানো অবিজ্ঞতার ফল।
যাই হোক কাজের কথায় আসি,
ফেসবুকে একজন ছোট ভাই হেল্প চেয়ে বসে কিন্ত অবাক করার মত কথা হল এর সমাধান আমি কোথায় পেলাম না, অবশেষে প্লেস্টোর এর রিভিও দেখে আরো অবাক হলাম। তাদের ঔ সেম প্রবলেম।
কিছু Screen Shot দেখে নিন।
তো আমি ভেবে পাচ্ছিলাম না কি করবো। কেননা আমারো সেম প্রবলেম (আগে জানতাম ও না যে আমার ও একই দশা)।
আমার অনেক গুরত্বপুর্ণ ফাইল।
তারপর অনেক ভেবে বোকার মত ফাইল গুলো মেমরি থেকে ফোন মেমরিতে কপি করলাম দেখলাম আমি সফল।
Follow Screen Shot
আপনার ফাইল কপি করে ফোন মেমরিতে নেন।
ফাই ল লকার এ যান এবং আপনার ফাইল সেলেক্ট করুন।
পাঁচওয়ার্ড দিন
দেখুন আমার ফাইল গুলো আনলোকড।
বিঃদ্রঃ এই অ্যাপসে পাঁচওয়ার্ড রিকোভার করার মত কোন রাস্তা নেই।
যাই হোক আজ এ পর্যন্ত।
পোষ্টের কোথায় ভুল-ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
যেকোন প্রয়োজনে ফেসবুকে আমি