অনেকের ফোনে অনেক সময় অনেক ডুপ্লিকেট ফাইল বা অডিও, ভিডিও, ইমেজ থাকে এগুলো ডিলিট করার জন্য একটা এপস ইন্সটল করতে হবে এপসটির নাম Duplicate File Fixer প্লেস্টোরে লিখে সার্চ করলে পাবেন অথবা এখানে ক্লিক করলে প্লেস্টোরে নিয়ে যাবে অথবা ব্রাউজার দিয়ে ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন।
এপসটাতে ক্লিক করুন
এরকম আসবে এখান থেকে Duplicate Files এ দিলে অডিও, ভিডিও, ইমেজ, ফাইল সহ সব স্ক্যান করবে, আপনি চাইলে শুধু অডিও বা ভিডিও কোনটি ডিলিট করতে চান সিলেক্ট করতে পারেন Full Duplicate Scan সিলেক্ট করে Scan Now এ ক্লিক করব
এটি আপনার ফোনের Duplicate ফাইল গুলোকে স্ক্যান করবে Delete Now এ ক্লিক করব
Delete Now এ ক্লিক করার পর এটি Grand Access চাইবে SD Card এ ক্লিক করে Select করে দিবেন ।
Confirmation চাইবে OK দিন
একটু অপেক্ষ করুন আপনার ডুপ্লিকেট ফাইলগুলো ডিলিট হয়ে যাবে
বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে পারেন