Site icon Trickbd.com

খুব সহজেই যেকোনো ফাইল হাইড করুন।

Unnamed


প্রথমেই আমি ট্রিকবিডি টিমকে ধন্যবাদ জানাই। কারন আজকে ট্রিকবিডি সাপোর্ট আমাকে ট্রিইনার বানিয়েছে। আমরা অনেকেই ফাইল হাইড করার জন্য নানা ধরনের app ব্যবহার করি।এটা করতে আপনাকে কোনো app ডাওনলোড/ইন্সটল করা লাগবে না। কিন্তু যাদের ফোনে internal storage কম তাদের বেশি app ইন্সটল দেয়া যায় না। মুলত তাদের জন্যই আমার এই পোস্ট। এই ট্রিক টা দিয়ে আপনি যে কোনো ফাইল হাইড করতে পারবেন যেমন:ইমেজ,অডিও,ভিডিও,পিডিএফ…… আজ আমি একটি ফোল্ডার হাউড করে দেখাব।
?প্রথমে আপনার ফোনের file explorar এ যান। তারপর আপনি যে ফোল্ডার টি হাইড করবেন সেই ফোল্ডার টি চেপে ধরে Rename এ চাপ দিন। আপনার ফোল্ডার টিরর নামের আগে একটি ডট দিয়ে সেভ করে দিন। দেখুন ফোল্ডার টি উধাও হয়ে গেছে। নিচে ss দিলাম।



?ফোল্ডারটি ফিরে পাবেন যেভাবে। প্রথমে file explorar এ গিয়ে setting এ যান দেখুন লেখা আছে Show hide files ওই খানে টিক দিয়ে বেরিয়ে আসুন। দেখুন ফাইল টি শো করছে। ss গুলা দেখুন।

আমার আকুল অনুরোধ যারা এই ট্রিক টি যানেন তারা হাউকাউ করবেন না।এই ট্রিক টা যারা না জানে পোস্ট টা তাদের জন্য। না বুজলে কমেন্ট করুন।