আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভাল আছি। আপনারা হয়তো বা বিরক্তকর Caller কে শিক্ষা দেয়ার জন্য বিভিন্ন অ্যাপ Blacklist, Reject list ব্যবহার করেছেন এবং ভালো ফলাফল ও পেয়েছেন। কিন্তু আমি আজকে আপনাদের সামনে যে ট্রিক্স নিয়ে হাজির হয়েছি এই ট্রিকের মাধ্যমে আপনাদের কে যে বিরক্ত করে ঐ সমস্ত Caller কে সারা জীবনের মতো শিক্ষা দিতে পারবেন
(কোনো অ্যাপ লাগবেনা অর্থ্যাৎ মোবাইলের default সিস্টেমেই হবে)
অর্থাৎ ঐ সমস্ত নাম্বার এবং কলারকে আপনারা আপনার মোবাইলে default সিস্টেমের মাধ্যমেই কল ব্লক অথবা মেসেজ ব্লক করতে পারবেন এবং ঐ নাম্বার থেকে আপনাদের কাছে আর কখনো কোনো কল এবং মেসেজ আসবে না।
নিচের স্ক্রীনশট গুলো দেখলেই বুঝতে পারবেন।
আশাকরি সবাই বুঝতে পেরেছেন।
বিঃদ্রঃ এই সিস্টেমটি বেশির ভাগ মোবাইলে নাই। তবে এই সিস্টেমটি বেশির ভাগ স্যামস্যাম মোবাইলেই রয়েছে আর আমি আমার samsung galaxy j5 devices ই এই ট্রিক ব্যবহার করি।
ভুল হলে সবাই ক্ষমা করবেন। সবাই
ভালো থাকবেন সুস্থ্য থাকবেন এবং trickbd এর সাথেই থাকবেন।
সবাইকে আমার এই পোষ্টটি কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
Thanks all
Stay us trickbd