Site icon Trickbd.com

দেখে নিন আপনার ফোনের কোন সিম থেকে এ যাবত মোট কত ঘন্টা কথা বলা হয়েছে

Unnamed

আসসালামুয়ালাইকুম।


সবাই কেমন আছেন?


আশা করি ভালই আছেন। আমি ভালো….. আছি কিন্তু খুব বেশি না।

চ্যানেলটা নিয়ে চিন্তায় আছি। ৩৯কিলো সাবসস্ক্রাইবার, প্রথম দিকে ভালই ভিউ হলো এখন আর পর্যাপ্ত হচ্ছে না, যাহোক আজকের টপিকে আসা যাক


আজকে আমি আপনাদের কে দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনি আপনার ফোনের মোট কল টাইম চেক করবেন। মানে Total Call duration দেখবে কিভাবে। তো বন্ধুরা চলুন দেখা যাক। আমি নিচে স্ক্রিনশট দিচ্ছি আপনারা সেই স্টেপ গুলা ফলো করুন

প্রথমে ডায়ালারে যান


..

তারপর থাম্বেইন বার এ ক্লিক করুন।


তার পর Duration এ ক্লিক করুন


এখানেই দেখতে পারবেন আপনি কোন সিম থেকে কত মিনিট কথা বলেছেন। কত মিনিট ডায়াল কল কত মিনিট রিসিভ কল।

আবার ওপর থেকে সিম চেঞ্জ করেও দেখতে পারবেন।
এখন দেখুন কিভাবে রিসেট করবেন।

Reset এ ক্লিক করলেই শেষ।


তো বন্ধুরা। আজ এ পর্যন্তই।
আশা করি বুঝতে কোন সমস্যা হয় নাই।