আসসালামু আলাইকুম।
আশা করি আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন।আমিও আল্লাহ্ র রহমতে ভাল আছি।
অনেক দিন ধরে ট্রিকবিডিতে পোষ্ট করতে পারি না,নানারকম ব্যস্ততার কারনে।আর সামনে Exam এর প্রস্তুতির জন্য ও আসতে পারি না ট্রিকবিডি তে।
তো অনেক তো বকবক করলাম এবার মূল পোষ্টে আসি।আমি অনেক কমেন্টেই দেখেছি যে অনেকেই বলছেন তাদের প্যাটার্ন ও অন্যান্য লক ডিজেবল হয়ে গেছে।মূলত তাদের এ সমস্যা সমাধানের জন্য এই পোষ্ট।
আমি স্টেপ বাই স্টেপ ছবি সহ দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়।
১।
প্রথমে সেটিংসে যান↓
তারপর ↓
তারপর একটু নিচের দিকে যান ↓
এখন এখানে যে রকম দেখছেন আপনার মোবাইলে ঠিক অই রকম ই দেখাবে, শুধু আপনার এখানে লেখা গাঢ় থাকবে।
কারন আপনার মোবাইলে Administrator ডিজেবল হয়ে আছে।
আর এখন এই টা ক্লিক করলেই ডাটা ক্লিয়ার করলেই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।
ইনশাল্লাহ।
এখন আপনার মোবাইলের লক সেটিংসে গিয়ে দেখুন সব আগের মত ঠিক হয়ে গেছে↓
আর আগে দেখুন কি রকম ছিল↓
আশা করি সবাই বুঝতে পেরেছেন।আর কোন কিছু না বুঝলে নিচে কমেন্ট বক্স তো আছেই।
যে কোন আইটি বিষয়ে জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন, যে টুকু জানি সে টুকু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব।
আর সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন।
ধন্যবাদ।