আসসালামু আলাইকুম৷ আশা করি সবাই ভাল আছেন৷ গতকালের পোস্টে অনেকগুলো পজেটিভ কমেন্ট পেয়েছি৷তারজন্য ধন্যবাদ সবাইকে৷তো চলুন আজকের পার্ট শুরু করি৷
আজকের বিষয় হচ্ছে এন্ড্রয়েড দিয়ে ফটো এডিট করার সবচেয়ে ঝামেলাপূর্ণ কাজ “কিভাবে ফটো কাট করবেন”৷ আমি যেহেতু আপনাদের বলেছি ইজি এডিট শেখাবো৷ তাই যেখানে আপনাদের আগে লাগতো আধা ঘন্টা সেখানে লাগবে মাএ 2 মিনিট৷
প্রথমে নিচ থেকে Stickit! অ্যাপটি নামিয়ে নিন৷
ডিরেক্ট লিংক:ডাউনলোড
##Afterfocus Pro এবং Stickit! টি একই কোম্পানির৷Stickit! অ্যাপসটি মূলত তৈরি করা হয়েছিল স্টিকার বানানোর জন্য৷কিন্তু আমরা একটি ফটো এডিটের জন্য ব্যবহার করব৷
## প্রথমে অ্যাপটি ওপেন করুন৷
# এবার এলবামএ ক্লিক করে একটি ফটো সেট করুন৷ এবং smart cut এ ক্লিক করুন৷
# bg ক্লিক করে যে অংশটুকু বাদ দিবেন সে অংশগুলোতে দাগ দিন৷
# Apps টি এত সুন্দর অটো রিকোনাইজ করবে আপনি ভাবতেই পারবেন না৷ ওকে এবার কর্নারের তীর চিহ্ন অংশে ক্লিক করুন৷
# আবার তীর চিহ্নে ক্লিক করুন৷ অর্থাৎ যদি ভুল হয় আপনি আবার ব্যাকে গিয়ে ঠিক করতে পারবেন৷
# সব ঠিকঠাক হলে প্রথমে হলুদ চিহ্নিত অংশে ক্লিক করুন এবং পরে নীল অংশে ক্লিক করে সেভ করুন৷
# এবার এটি png ফরম্যাটে সেভ হয়ে যাবে৷ এই picture আপনি যেকোনো স্থানে বসাতে পারবেন৷ দেখে নিন ইস্টিকার টি কেমন হলো৷
#যারা প্রথম পর্ব মিস করেছেন: part-1