Site icon Trickbd.com

[1st On Net] KineMaster-এ বাংলা ফন্ট Install করুন, আর চরম স্টাইলে ভিডিও এডিট করুন!!!!

Unnamed


আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ্‌ অনেক ভালো আছি।

আমরা যারা ভিডিওর কাজ করি এদের মধ্যে প্রায় সকলেই KineMaster ব্যবহার করে থাকি। KineMaster-এর একটা বড় সমস্যা হচ্ছে, এতে ফন্ট এড করার কোন অপশন নেই। স্টোর থেকে শুধু English এবং আর দু’-একটা ভাষার ফন্ট ডাউনলোড করা যায়। যার কারনে আমরা আমাদের মনের মত বাংলা ফন্টও এড করতে পারিনা। তাই, আমরা আজ শিখবো কীভাবে KineMaster-এ বাংলা ফন্ট ইন্সটল করা যায়। আর হ্যাঁ, এর জন্য আপনাকে পুরো পোষ্টটি মনোযোগ দিয়ে ধৈর্যের সাথে পড়তে হবে।

SO,,,,,,, LET’S START 🙂

আমরা যা করতে যাচ্ছি তা হচ্ছে,

KineMaster-এ যে ফন্টগুলো দেওয়া আছে ওই ফন্টগুলো শুধুমাত্র Replace করা। অর্থ্যাৎ English Font এর জায়গায় Bangla Font ঢুকানো।

তো চলুন…. এখন আমরা সামনের দিকে অগ্রসর হই…


যা যা লাগবে:

1. KineMaster Pro

2. Bangla Font

3. APK Editor Pro


আপনাদের ফোনে যদি বাংলা ফন্ট না থাকে তাহলে এই লিংক থেকে ডাউনলোড করে নিন। এখানে ৪০+ বাছাইকৃত স্টাইলিশ বাংলা ফন্ট ZIP আকারে দেওয়া আছে। ডাউনলোড করার পর ফন্টগুলো UNZIP করুন। আর APK Editor Pro ও যদি না থাকে তাহলে এই লিংক থেকে ডাউনলোড করে ইন্সটল করুন।


কার্যপ্রণালী:

প্রথমেই আমাদের APK Editor অপেন করে Select an Apk from App থেকে KineMaster-এ ঢুকতে হবে। তারপর Simple Edit (FILE REPLACEMENT)-এ যান।

তারপর assets এ ঢুকুন।

এবার আপনি যে ফন্টটি Replace করতে চান ঐ ফন্টটিতে Screenshot এ দেখানো চিহ্ণে ঢুকুন।

আপনি যেখানে বাংলা ফন্টটি রেখেছেন ঐ ফোল্ডারে ঢুকে আপনার পছন্দের ফন্টটি সিলেক্ট করুন।

[এই ভাবে আপনি ইচ্ছা করলে সবগুলো ফন্ট চেঞ্জ করে বাংলা ফন্ট ঢুকাতে পারবেন।]

তারপর Save-এ যান। Save-এ যাওয়ার পর একটু অপেক্ষা করতে হবে।

Save হয়ে গেলে Remove-এ গিয়ে আগের KineMaster টি Uninstall করুন।

এবার Save করা KineMaster টি Install করুন।

Install হওয়ার পর KineMaster অপেন করে একটা ভিডিও অপেন করুন। তারপর Layer থেকে Text এড করে Aa থেকে Latin এ গিয়ে যে ফন্টটি Replace করেছেন ঐ ফন্টটি সিলেক্ট করুন।

দেখুন ফন্ট চেঞ্জ হয়ে গেছে।

অসংখ্য ধন্যবাদ পোষ্টটি এতক্ষণ ধৈর্য্য ধরে পড়ার জন্য।

কোনো সমস্যা হলে কমেন্ট করুন।

আর পোষ্টটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।

সাবস্ক্রাইব না করলে দাবি থাইক্কা যাইবো কিন্তু 😉 😛

আমার ফেইসবুক আইডি।

সৌজন্যে: Tech Adda