আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহ তা’আলার রহমতে অনেক ভালো আছি।
আমরা PicsArt অথবা অন্যান্য Photo Editor-এ স্টাইলিশ Unicode বাংলা ফন্ট ব্যবহার করে থাকি। কিন্তু, প্রচুর স্টাইলিশ Bijoy ফন্ট রয়েছে যেগুলো দেখলে মোবাইলে ব্যবহার করতে মনে চায়, But সেগুলো Unicode ভার্সন এ পাওয়া যায় না।
যেমন নিচের ফন্টগুলো-
তাই আজ আমরা দেখবো কিভাবে Bijoy ফন্ট ব্যবহার করে Picsart-এ স্টাইলিশ বাংলা লিখা যায়। এ জন্য আপনার ফোনে Bijoy ফন্ট থাকতে হবে। যদি Bijoy ফন্ট না থাকে তবে আমি নিচে কয়েকটি ফন্টের লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে ডাউনলোড করে নিবেন।
Sugondha
Font গুলো Zip আকারে দেওয়া আছে তাই Unzip করতে হবে।
Unzip করার পর ফন্টগুলো আপনার ফোনের SD Card > PicsArt > Fonts ফোল্ডারে রেখে দিবেন।
এবার নিচের লিঙ্কে যান।
ইউনিকোড টো বিজয়
যাওয়ার পর ১ম বক্সে- আপনি যে লেখাটি Bijoy ফন্ট দিয়ে স্টাইল করে লিখতে চান ঐ লেখাটি লিখুন।
তারপর Convert to Bijoy-এ ক্লিক করুন।
দেখুন- ২য় বক্সে কিছু লেখা চলে এসেছে।
এবার, ২য় বক্সের লেখাগুলো কপি করুন।
তারপর আপনার ফোন থেকে PicsArt অপেন করে Edit থেকে আপনার কাঙ্খিত ছবিটি অপেন করুন। তারপর Text-এ গিয়ে কপি করা লেখাটি Paste করুন। এবার Ok দিয়ে স্ক্রিনশট অনুযায়ী + থেকে My Fonts সিলেক্ট করে আপনার ইচ্ছে মত ফন্ট পরিবর্তন করুন।
ধন্যবাদ সবাইকে পোষ্টটি পড়ার জন্য।
কারো বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন।
আর এই পোষ্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন।
সৌজন্যে: Tech Adda