Site icon Trickbd.com

[Super Post] এবার Zip/Rar/7z সহ যেকোনো Archive ডাউনলোড করার আগেই অনলাইনেই দেখুন Corrupted কিনা,Password Protected কিনা অথবা অনলাইনেই Extract করে Archive এর ভিতরের যেকোনো ফাইল ডাউনলোড করুন।

Unnamed

ট্রিকবিডির সকল ইউজারকে সালাম।

## আগের পোস্টটি অনেকদিন পর করা সত্ত্বেও আপনাদের আগ্রহ আর আমাকে এত্তগুলা উৎসাহ দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

## আপনাদের উৎসাহটা না পেলে এ পোস্টটা হয়ত করতাম না। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট যা আপনার অনেক ডেটা বাঁচাতে সাহায্য করবে। এবং এটা একটা কাজের ট্রিক।

## আজ আমি আপনাদেরকে একটা সাইটের সাথে পরিচয় করিয়ে দিব, যার সাহায্যে আপনি অনলাইনেই Archive ফাইল যেমন: Zip, Rar ইত্যাদি ফরমেটের ফাইল এক্সট্রাক্ট করতে পারবেন।

## এখন বলি,

এটা করার দরকারটা আসলে কি?

## মনে করেন, আপনি ২ জিবির একটা Archive ডাউনলোড দিলেন। কিন্তু ফোনে / পিসিতে Extract করার সময় দেখলেন File Corrupted!! তখন নিশ্চয় মেজাজ খারাপ হবে। কিন্তু আপনি যদি আগেই অনলাইনে Extract দিয়ে চেক করতেন ফাইল Corrupted/Broken/Error/নষ্ট কিনা তাহলে আর এত হয়রানি হতো না।

## সেইম সমস্যা হয় যখন আপনি দেখেন ডাউনলোড করার পর ফাইলটিতে পাসওয়ার্ড দেওয়া। কিন্তু যেখান থেকে ডাউনলোড করেছেন সেখানে এ সম্পর্কে কিছু বলা নেই। আপনি বোকা সেজে গেছেন। তাই এখানে বুদ্ধিমানের মত চেক করলে দেখতে পারতেন পাসওয়ার্ড দেওয়া কিনা।

## আর আপনি যদি পাসওয়ার্ড জেনেও থাকেন তবে সেটি আসলেই সঠিক কিনা তা অনলাইনেই সেটা দেখতে পারেন। সঠিক হলে তো অনলাইনে Extract হয়ে যাবে; ভুল হলে ভুল।

## আপনার কোনো Zip ফাইলের নির্দিষ্ট কোনো ফাইল আপনার লাগবে। কিন্তু তার জন্য গোটা ফাইল ফোনে ডাউনলোড দেওয়ার দরকার কি?
যেমন, আমার ফোনের Stock Firmware Zip ফাইল থেকে Logo.bin ও Boot img ফাইল লাগবে। তারজন্য 600-900mb এর ফাইল ডাউনলোড দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। অনলাইনেই Extract করে শুধু ঐ দুটা ফাইল ডাউনলোড করলেই তো হলো।

—- তো কি বুঝলেন?? এখন থেকে বড় কোনো Archive ফাইল ডাউনলোড দিতে হলে আগে অনলাইনে চেক করে নিবেন। এটা বুদ্বিমানের কাজ।

এজন্য

আপনাকে যা যা করতে হবেঃ

## প্রথমে আপনাকে Extract.ME সাইটে যেতে হবে।

## এরপর নিচের মত আপলোড এরিয়া দেখতে পাবেন।

## আপমার কাংখিত ফাইলটি গুগল ড্রাইভ, ড্রপবংক্স এ থাকলে সেখান থেকেও সিলেক্ট করতে পারবেন।

## Zip/Any Archive ফাইলের ডাইরেক্ট লিংক থাকলে সেটি Url এ ক্লিক করে Url Box এ দিয়ে Open এ ক্লিক করুন।

## এটি লোডিং হয়ে এক্সট্রাক্ট হবে। এরপর এক্সট্রাক্ট সম্পন্ন হলে ভিতরের সাব ফাইলগুলোকে দেখাবে। আপনি যে যে সাবফাইলগুলো ডাউনলোড দিবেন তার উপরে ক্লিক করবেন। ডাউনলোড শুরু হবে।

## এটা উদাহরণ হিসেবে দিলাম। দেখুন একটা JohnCms Zip ফাইল এক্সট্রাক্ট করেছি। এক্সট্রাক্ট হওয়ার পর ভিতরের ফোল্ডার ও সাবফাইলগুলো দেখাচ্ছে।

## এটি নিম্নোক্ত Archive ফরমেটগুলো সাপোর্ট করে। কোনো সাইজ লিমিট নেই।

7z, zipx, rar, tar, exe, dmg, iso, zip, msi, nrg, gz, cab, bz2, wim, ace alz, ar, arc, arj, bin, cdi, chm, cpt, cpio, cramfs, crunch, deb, dd, dms, ext, fat, format, gpt, hfs, ihex, lbr, lzh, lzma, lzm, mbr, mdf, nsa, nds, nsis, ntfs, pit, pak, pdf, pp, qcow2, rpm, sar, squashfs, squeeze, sit, sitx, swf, udf, uefi, vdi, vhd, vmdk, warc, xar, xz, z, zoo, zi, jar

সমস্যাঃ সব Archive এর তো ডাইরেক্ট লিংক পাওয়া যায় না বা পাওয়া কঠিন, না পেলে কি করব?

♠♠♥♥ হ্যাঁ, একটু কঠিন তবে অসম্ভবও না। একটু ট্রাই করলেই পাবেন।
কিংবা প্রথমে Google drive/Dropbox এ Transfer করে সেখান থেকে সিলেক্ট করে
এক্সট্রাক্ট করবেন। তাছাড়াও ডাইরেক্ট লিংক বের করা ও ড্রাইভে পার করা নিয়ে পোস্ট করব পরবর্তীতে তখন বুঝতে পারবেন।

♣♠♣♠♣♠Special Quotes (SelfMade)♠♣♠♣♠♣

” আপনি যেমন চান না আপনার বোন বা GF কে কেউ টিজ করুক, ঠিক তেমনি কোনো Author চায় না তার পোস্ট কেউ কপি করুক। “

————————————————–

ধন্যবাদ।

সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Message: Riadrox on FB