Site icon Trickbd.com

[Must See]এবার যেকোন এ্যাপস নিজেই মুড করুন ও 1000 টি পর্যন্ত ক্লোন করুন!

Unnamed

আসাসালামু আলাইকুম৷আসা করি সবাই ভালো আছেন৷আমার পূর্বের পোস্টে একজন কমেন্ট করেছিলো যে কিভাবে এ্যাপস ক্লোন করবো৷সেই প্রেক্ষিতে পোস্টটি করা৷

আপনি হয়তোবা Parallel space,multipule account,parallel space lite,super clone use করছেন৷ ওগুলোর সমস্যা হচ্ছে আপনি একটি অ্যাপস একবারই ক্লোন করতে পারবেন৷কিন্তু এই অ্যাপস দিয়ে 1000 টি পর্যন্ত অ্যাপস ক্লোন করতে পারবেন ও shareit দিয়ে অন্য ফোনে নিয়ে ব্যবহার করতে পারবেন৷অনেকে Apk editor ব্যবহার করে যার অধিকাংশ অ্যাপসই ক্রাস করে৷
কিন্তু এই অ্যাপসে ক্র্যাস করার সম্ভাবনা খুবই কম৷তো চলুন শুরু করি৷
##প্রথমে নিচ থেকে অ্যাপসটি নামিয়ে নিন৷
ডিরেক্ট লিংক:ডাউনলোড
#এবার অ্যাপসটি ওপেন করে ক্লোন নম্বরে ক্লিক করুন৷দেখুন সর্বচ্চো 1000 টি ক্লোন করতে পারবেন৷

#এছাপরও কিছু ছোট ছোট ফিচার যেমন:অ্যাপস নাম পরিবর্তন ,মিবআইকন কালার চেন্জ,ফ্লিপ আইকন,রোটেট আইকন,আইকনে badge এড করা অর্থাৎ নম্বর বা সংখ্যা এড করা ইত্যাদি৷


#এগুলো আপনি অ্যাপ ক্রাস ছারাই করতে পারবেন৷অর্থাং উপরের কাজ গুলো সব অ্যাপসের ক্ষেএেই করতে পারবেন,কোন সমস্যা ছারাই৷

##এবার আসি Mod করার বিষয়ে৷যা আপনাকে চমকে দেবে৷তো Mod এপসন গুলো দেখে নিন৷

#ডিসপ্লে মুডে দারুন কিছু ফিচারর্স আছে৷ Status bar colour,Negivation bar,tool bar ইত্যাদি colour চেন্জ অপসন৷রোটেশন লক, স্ক্রিন এর আলো না নেভা, অ্যাপসে পছন্দ মতো ফন্ট দেয়া ইত্যাদি৷

#তবে ডিসপ্লে অপশনের যে ফিচার্সটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করবে সেটা হল যেকোনো অ্যাপসে ওয়েলকাম নোট দেওয়া৷

# automation option এর কিছু ফিচার্স হলো আপনার যদি কোন অ্যাপসের স্টার্ট সাউন্ড ভালো না লাগে তাহলে আপনি সহজে বন্ধ করতে পারবেন৷
আবার কোন অ্যাপসের শুরু থেকেই নির্দিষ্ট পরিমাণ ব্রাইটনেস ফিক্স করে দিতে চান তবে তা দিতে পারবেন৷

# এবার আসি নেটওয়ার্কিংএ৷ ধরুন আপনার কোন অ্যাপসে প্রচুর এড আসে কিন্তু সে অ্যাপসে নেট কানেকশন এর কোন প্রয়োজন নেই তাহলে আপনি সহজেই নেট কানেকশন ঐ অ্যাপসের জন্য বন্ধ করে দিতে পারেন৷ যেটা আমার সবচেয়ে বেশি কাজে দেয়৷

# তো সব কাজ শেষ হলে টিক চিহ্ন স্থানে ক্লিক করে সেভ করে নিন৷
##আমি কেবল 60% ফিচার বলছি৷বাদবাকি গুলো দেখে নিন৷ তবে সব mod, সব apps এর ক্ষেত্রে কাজ করে না৷তাই সাধারন মুড গুলো ব্যবহার করবেন৷

#সবশেষে পোস্টটি যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকে কিংবা কোন কিছু না বোঝার থাকে তবে নির্দিধায় কমেন্ট করবেন৷সবাই ভালো থাকবেন৷ইংশাল্লাহ পরবর্তী পোস্টে ভালো কিছু পাবেন৷ধন্যবাদ৷
Exit mobile version