বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আজ অনেক দিন পর ট্রিকবিডিতে পোস্ট করলাম।আশা করি সবাই ভালো আছেন। আমি আজ লাভা ফোন গুলোর একটি সেটিং নিয়ে আলোচনা করব। তা হচ্ছে কোন সফটয়্যার ছাড়াই অট্যোমেটিক কল রেকর্ড করা যায়। আশা করি লাভা ইউজারদের ভালো লাগবে। যারা ইতিমধ্যে কোন সফটয়্যার ছাড়াই কল রেকর্ড করছেন তারা এই পোস্ট না দেখলেই চলবে…….
এবার কাজে আসা যাক।
প্রথমে আপনি আপনার লাভা ফোনটির ডায়েলার অপশনে জান।
তারপর আপনি ডায়েলার এর অপশন গুলো বের করুন।
Generel এ যান।
Auto Call recording অন করে দিন।
এবার আপনি নিচের স্কিনশুটের মত আপনার ফোনের ফোল্ডারে পেয়ে যাবেন আপনার কল রেকর্ড।
আমি সঠিক জানিনা লাভা সব মডেলে নাও হতে পারে। আপনারা লাভা ইউজাররা অবশ্যি দেখবেন।
পরিশেষে যারা সেটিং টি করতে পারেন নি তাদের জন্য আমার সিম্পল একটি ভিডিও।
ভালো লাগলে আমার পোস্টটি শেয়ার করুন ।
সবাইকে ধন্যবাদ।
আমার সাথে যোগাযোগ প্রয়োজন হলে নিচের লিংক এ জান।