ট্রিকটা ছোট , কিন্তু ওয়েব পেজ ডিবাগিং এ এর গুরুত্ব অনেক
আমারা যারা ওয়েব Development শিখতে চাই তাদের অনেক সময় পেজ এর source code দেখার দরকার পরে । যারা মোবাইল ব্যবহার করেন তাদের জন্য এটা একটা সমস্যা ।
আমরা অনেকেই বিভিন্ন অনলাইন source code viewer ব্যবহার করে থাকি ,কিন্তু এইসব ওয়েব পেজে cookie access না থাকায় আমরা যা চাই তা পাই না । তাই আমি ছোট একটা ট্রিক দিচ্ছি যার মাধ্যমে আপনারা ঝামেলা ছাড়াই কোড পেয়ে যাবেন 🙂
দুইটা SS আছে FOLLOW করেন ।
ব্রাউজার URL বার এ গিয়ে http:// এর আগে লিখেন view-source:
। ব্যাস কাজ শেষ ।Go দিলেই Source হাজির । ট্রিকটা firefox এবং Chrome এ পরিক্ষিত । UC নাও হতে পারে
।
মুলত firefox এবং Chrome advance ইউজারদের জন্য তৈরি করা হয় । তাই web design এর জন্য এই দুটি ব্রাউজার উত্তম ।
Web-development নিয়ে আমার ট্রিকবিডিতে আরও একটি পোস্ট :Rich visual টেক্সট ইডিটর ! একদম পিউর javascript এবং html ! কিভাবে তৈরি করবেন । বেসিক টিউটোরিয়াল 🙂
My youtube channel : 3rd bracket
Thank you everyone