বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছি। আমিও আল্লাহ্র রহমতে ভালো আছি।
আজকের পোস্টের বিষয় :
আজকাল সবার এ হাতে দুই একটা Android মোবাইল থাকে।আমাদের Android মোবাইল এ অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ছবি, ভিডিও & অ্যাপ থাকে। যা আমরা কাউকে দেখাতে চাই না। তাছাড়া কেউ তা দেখে ফেললে তো অনেক বিপদ। তাই আমরা বিভিন্ন ধরণের Apps Lock, Video Lock অ্যাপ ব্যবহার করে থাকি। এতে কেউ কেউ বুজে নেই যে আমার মোবাইল খারাপ ভিডিও, অ্যাপ আছে।তাই আমি আপনাদের সামনে একটা Clock অ্যাপ নিয়ে হাজির হয়েছে। এই Clock অ্যাপ এর মাধ্যমে File, Picture, Video etc হাইড করবেন।
Apps Details :
Name : Timer Lock
Size : 9.04 mb
প্রথমে অ্যাপটি ওপেন করুন। Loading শেষ হয়ার জন্য অপেক্ষা করুন।
এবার প্রথম বক্স এ যেকোনো প্রশ্ন লিখুন। যেমন : What Is Best Animal?। দ্বিতীয় বক্স এ উওর লিখুন। যেমন :Lion ।
এখন ঘড়ির মাঝখানে ক্লিক করে Time সেট করুন যা আপনার লক হবে। আবার একই Time সেট করে মাঝখানে ক্লিক করুন।
এখন যেকোনো Folder সালেক্ট করুন বা + এ ক্লিক করে নতুন Folder বানান।
এখন Gallery সালেক্ট করুন বা অন্য কিছু সালেক্ট করুন।
এখন যে ছবিগুলো হাইড করবেন সেগুলো সালেক্ট করুন বা ধাবল টিক এ ক্লিক করে সব সালেক্ট করুন।
হাইড করা পিকচার গুলো ফিরে পেতে নিচের পদ্ধতি অনুসরণ করুন :
প্রথমে hide করা Folder এ যান।সে ছবি বা ভিডিও হাইড করবেন তার পাশে দেখুন তিন ডটের চিহ্ন তে ক্লিক করুন।
এখন Unhide এ ক্লিক করুন।
এবার Chose এ ক্লিক করুন। তাই Unhide হয়ে যাবে।
এখানেই পোস্টটি শেষ করলাম। পোস্ট কারো ভালো লাগলে কমেন্ট করবেন। আর পোস্টটি ভালো না লাগলে আমাকে ক্ষমা করে দিবেন।
তাহলে, ভালো থাকুন সুস্থ থাকুন, Trickbd এর সাথে থাকুন। আসসালামু আলাইকুম।