بسم الله رحمنير رحيم
“আসসালামু আলাইকুম”
কেমন আছে সবাই।
আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন।
আমি আজ অনেক এর অজানা ও আবার অনেক এর জানা একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।
এর জন্য হয়ত অনেক কমেন্ট করে বসবেন, “এটা সকলে জানে”।
আসলে এমন পোস্ট করাই ইচ্ছা আমার ছিলটা। ফেসবুক আমকে এমন কিছু sms করেছে, যে কিভাবে ওপেরা মিনি দিয়ে ফেসবুক এর ভিডিও ডাউনলোড করা যায়।
আমি দেখলাম অনেক এ এইটা জানে না। যে ওপেরা মিনি বা ইউসি দিয়ে ফেসবুক mbasic মোড দিয়ে ভিডিও ডাউনলোড করা যায়। যায় হোক আর কথা বাড়াবনা। কাজের কথায় আসি। এভাবে জাভা বা সিম্বিয়ান ফোন দিয়ে ভিডিও ডাউনলোড করতে পারবেন ।
কিভাবে ডাউনলোড করবেন
১. আমার জানা মতে সকলের ফোন ওপেরা মিনি অ্যাপ টা আছে। না থাকলে playstore থেকে ডাউনলোড করে নিন।
এবার নিচের স্কিনশর্ট এর মত সেটিং করে দিন →
৩. এবার ফেসবুক এ প্রবেশ করুন।
৪. আপনার ভিডিও নির্বাচন করুন। এখন ভিডিও এর উপর ক্লিক বা টার্চ করুন
৫. দেখুন ডাউনলোড, প্লে, ক্যান্সিল এমন অপশন পাবেন। এখন ডাউনলোড অপশনে টার্চ করুন
৬. দেখুন ডাউলোড শুরু হয়ে গিয়েছে
এভাবে খুব সহজে ফেসবুক এর ভিডিও ডাউনলোড করতে পারবেন। মনে রাখবেন এটা facebook html5 ভার্শনে কাজ করবেনা।
আজ এ পর্যন্ত।
কোন সমস্য হলে কমেন্ট করুন। অথবা
আমার সাথে যোগাযোগ করুন facebook এ। বা
ধন্যবাদ