[hot]+[auto call reply]আপনার বন্ধু,পরিবারের বা কেউ কল দিলে আপনি যদি ব্যস্ততার জন্য কল রিসিভ করতে না পারেন তাহলে উক্ত নাম্বারে অটোমেটিক মেসেজ চলে যাবে।না দেখলে চরম মিস।
Mr Oxidane
আজকের বিষয়
আজকে শিখাব কিভাবে আপনি ব্যস্ত থাকলে কেউ যদি কল দেয় তাহলে আপনি যদি রিসিভ করতে না পারেন তাহলে অটোমমেটিক তার কাছে মেসেজ পাঠাবেন।
১ম বক্সে :আপনি ব্যস্ত থাকলে উক্ত ব্যক্তি কে যেই মেসেজ পাঠাবেন তা লিখুন।
২য় বক্সে ও ৩য় বক্সে:আপনি কতক্ষন ব্যস্ত থাকবেন তা লিখেন।
Reply only to contacts:আপনি যদি শুধু আপনার সিমের নাম্বারগুলোকে এসএমএস পাঠাতে চান তাহলে এটায় টিক চিহ্ন দিয়ে রাখুন।আর যদি সব নাম্বারে এসএমএস পাঠাতে চান তাহলে এটার টিক চিহ্ন তুলে দিন।
ধন্যবাদ বার্তা
যদি পোস্ট ভালো লাগে তাহলে কমেন্ট করে জনিয়ে দিবেন কিন্তু।