Site icon Trickbd.com

প্লে স্টোরের এপস গুলো যেভাবে মেমোরীতে সেভ করবেন With ScreenShot

Unnamed

হ্যালো সবাই কেমন আছেন?

আশা করি সবাই ভালো আছেন এবং আগামীতে ভালো থাকবেন এই কামনা রইলো ।

তো চলুন কাজ শুরু করি।

Play Store এর এপস গুলি মেমোরীতে সেভ করতে হলে আপনাদের একটি এপস লাগবে যার নাম হলঃ Android Asistent এই এপসটি অনেকের মোবাইলেই ডিফল্ট হিসেবে দেওয়া থাকে । যদি আপনার ফোনে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন।

তার পর এপসটি Open করুন
স্ক্রিনশট ফলো করুন


এখন আপনি যে এপস গুলো মেমোরীতে সেভ করতে চান সেগুলোতে টিক চিন্হ দিয়ে Backup লেখাতে ক্লিক করুন।এপসগুলো মেমোরীতে সেভ হয়ে যাবে।

এখন আপনার ফোন মেমোরীতে প্রবেশ করুন।তো দেখেন আমার ফোন মেমোরীতে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েগেছে।

ফোল্ডারটি Open করলে আপনি যে এপসগুলি Backup নিয়েছেন সেগুলো দেখতে পারবেন।
For Example

আশা করি ভালো একটি কমেন্ট করবেন।ভুল হলে ধরিয়ে দিবেন।

পাচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন,সব সময় সদা সত্য কথা বলুন।